পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

ছিনতাইকারীকে ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের - ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের

মোবাইল নিয়ে পালাচ্ছিল ছিনতাইবাজ । তাকে তাড়া করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন এক যুবক । জখম হয়ে তাঁর মৃত্যু হয় ।

ছবিটি প্রতীকী

By

Published : Nov 3, 2019, 5:15 PM IST

উলুবেড়িয়া, 3 নভেম্বর : স্টেশন থেকে ট্রেন সবে ছেড়েছে । ঠিক তখনই এক যুবকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় ছিনতাইকারী । দুষ্কৃতীকে তাড়া করে ট্রেন থেকে ঝাঁপ দেন ওই যুবকও । আর তাতেই মৃত্যু হয় তাঁর । তাঁর নাম সৌরভ ঘোষ । শনিবার উলুবেড়িয়া স্টেশনের ঘটনা ।

টাটা জামসেদপুরের বাসিন্দা ছিলেন সৌরভ । কাজ করতেন কলকাতার মুকুন্দপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে । প্রতি শনিবার বাড়ি ফিরতেন তিনি । গতকালও বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন । রাত 10 টা নাগাদ আপ সম্বলপুর এক্সপ্রেস টাটা যাওয়ার পথে উলুবেড়িয়া স্টেশনে পৌঁছায় । স্টেশন থেকে ট্রেন যখন ছাড়ছে তখন সৌরভের হাত থেকে আইফোন কেড়ে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় ছিনতাইকারী । তাকে তাড়া করে ট্রেন থেকে ঝাঁপ দেন সৌরভ । ঝাঁপ দিয়ে গুরুতর জখম হন । GRP উদ্ধার করে তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

স্থানীয়দের মতে, দক্ষিণ-পূর্ব শাখার ওই লাইনে এই ধরনের ঘটনা নতুন নয় । কয়েক মাস আগে ট্রেনের মহিলা কামরা থেকে ব্লক ভূমি সংস্কার আধিকারিক সংযুক্তা পালের মোবাইল ছিনতাই হয়েছিল । বাধা দিতে গেলে তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

ABOUT THE AUTHOR

...view details