কর্নাটক, 1 ফেব্রুয়ারি: 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল 22 বছরের এক যুবকের বিরুদ্ধে । কর্নাটকের বিদার জেলার ঘটনা ।
শনিবার রাতে প্রতিবেশী যুবক ওই শিশুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুটির বাবা-মা হুনানাবাদ তালুকে চাষের কাজে ব্যস্ত ছিল। অভিযোগ, সেই সময়ই শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে তুলে নিয়ে গিয়ে তার উপর যৌন অত্যাচার চালায় প্রতিবেশী যুবক।