পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

নদিয়ায় যুবতিকে গুলি করে খুন - নদিয়ার কৃষ্ণগঞ্জে খুন

নদিয়ার কৃষ্ণগঞ্জে বাড়ির মধ্যে গুলিবিদ্ধ এক যুবতি । তিনি পেশায় নার্স ছিলেন ।

a nurse was shooted in nadia
নদিয়ায় গুলিবিদ্ধ নার্সের দেহ উদ্ধার

By

Published : Sep 18, 2020, 9:23 AM IST

Updated : Sep 18, 2020, 10:17 AM IST

কৃষ্ণগঞ্জ, 18 সেপ্টেম্বর : নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় এক যুবতিকে গুলি করে খুন ৷ নাম স্বপ্না বিশ্বাস ৷ তিনি পেশায় নার্স ছিলেন ৷

গতরাতে বাড়ির মধ্যেই কেউ বা কারা তাঁকে গুলি করে । গুলির আওয়াজ পেয়ে আশপাশের বাসিন্দারা সেখানে আসেন ৷ থানায় খবর দেওয়া হয় ৷

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ৷ অবস্থার অবনতি হতে দেখে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ তাঁর হাতে ও পেটে দু'টি গুলি লেগেছিল ৷

আপাতত এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে খুনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার হয়নি ৷ পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই তিনি খুন হয়েছেন ৷

Last Updated : Sep 18, 2020, 10:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details