পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

উন্নাওয়ে দুই কন্যাসহ মহিলাকে খুন - crime news

আজ সকালে তিনটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা । পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে । পুলিশের প্রাথমিক অনুমান, গলা টিপে শ্বাসরোধ করে তাঁদের খুন করা হয়েছে ।

UP
UP

By

Published : May 26, 2020, 2:14 PM IST

উন্নাও (উত্তরপ্রদেশ), 26 মে : আজ উন্নাওয়ে এক মহিলা ও তাঁর দুই মেয়ের মৃতদেহ উদ্ধার হল । সুভনখেদা টিকরা গ্রামে শুকিয়ে যাওয়া একটি পুকুরের পাশ থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মৃতার নাম সরোজিনী । এবং তাঁর দুই মেয়ে শিবাণী (7) ও রোশনি (5) ।

আজ সকালে মৃতদেহগুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা । পুলিশ এসে সেগুলি উদ্ধার করে । পুলিশের প্রাথমিক অনুমান, গলা টিপে শ্বাসরোধ করে তাঁদের খুন করা হয়েছে । এবং তারপর তাঁদের মৃতদেহ পুকুরের পাশে ফেলে যাওয়া হয় ।

এই ঘটনায় সরোজিনীর স্বামী এবং তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ । মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ডগ স্কোয়াড এবং ফরেনসিকের একটি প্রতিনিধি দল ঘটনাস্থানে পৌঁছেছে । তদন্ত চলছে ।

পুলিশ সুপারিনটেন্ডেন্ট বিক্রম বীর এবং অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থানে রয়েছেন । তাঁরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ওই দুই অভিযুক্ত খুনের সঙ্গে জড়িত । তবে কী কারণে এই খুন তা সম্পূর্ণ তদন্তের পরই বোঝা যাবে । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details