উন্নাও (উত্তরপ্রদেশ), 26 মে : আজ উন্নাওয়ে এক মহিলা ও তাঁর দুই মেয়ের মৃতদেহ উদ্ধার হল । সুভনখেদা টিকরা গ্রামে শুকিয়ে যাওয়া একটি পুকুরের পাশ থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মৃতার নাম সরোজিনী । এবং তাঁর দুই মেয়ে শিবাণী (7) ও রোশনি (5) ।
আজ সকালে মৃতদেহগুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা । পুলিশ এসে সেগুলি উদ্ধার করে । পুলিশের প্রাথমিক অনুমান, গলা টিপে শ্বাসরোধ করে তাঁদের খুন করা হয়েছে । এবং তারপর তাঁদের মৃতদেহ পুকুরের পাশে ফেলে যাওয়া হয় ।