কালনা, 19 মে : এক যুবতিকে খুনের অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে । ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়াতেই বছর বত্রিশের ওই যুবতিকে খুন করা হয় বলে অভিযোগ । রাজা নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ধর্ষণের চেষ্টায় বাধা পেয়ে প্রাক্তন প্রেমিকাকে খুন, ধৃত যুবক - youth
ধর্ষণের চেষ্টায় বাধা পেয়ে প্রাক্তন প্রেমিকাকে খুনের অভিযোগ । ধৃতকে 10 দিনের পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ আদালতের ।
বিয়ের আগে রাজার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওই যুবতির । দু'জনেই ঝাড়খণ্ডের পাকুর থানা এলাকার বাসিন্দা । পরে যুবতির সঙ্গে বিয়ে হয় অন্য এক যুবকের । বিয়ের পরে যুবতি স্বামীর সঙ্গে মন্তেশ্বরের একটি গ্রামে থাকতে শুরু করেন । সেখানে তিনি দিনমজুরির কাজ করতেন । এদিকে রাজাও দিনমজুরির কাজ করার জন্য মন্তেশ্বরে আসে । সেখানে ফের দু'জনের দেখা হয় । রাজা যুবতির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে । কিন্তু যুবতি আর রাজার সঙ্গে মেলামেশা করতে চাননি । ফলে প্রতিশোধ নেওয়ার জন্য বেশ কয়েকবার তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত । কিন্তু ব্যর্থ হয়ে ফন্দি আঁটতে শুরু করে ।
দিনকয়েক আগে মন্তেশ্বরের ঘোড়াডাঙা ও হোসেনপুর এলাকার মাঝে একটা মাঠের মধ্যে এক যুবতির মৃতদেহ উদ্ধার হয় । মন্তেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্তে নামে । পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বিয়ের আগে রাজার সঙ্গে মৃত যুবতির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । সেই রাজা এখন মন্তেশ্বরেই দিনমজুরির কাজ করে । পুলিশ রাজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। পুলিশ জানতে পারে, বিয়ের পরও যুবতির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে রাজা । কিন্তু বাধা পেয়ে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে প্রাক্তন প্রেমিকাকে । জেরায় খুনের ঘটনা স্বীকার করে সে । তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে ।
আজ রাজাকে কালনা মহকুমা আদালতে তোলা হয় । তাকে 10 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।