হায়দরাবাদ, 7 জুলাই : প্রযুক্তির ব্যবহার যেভাবে বেড়েছে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়ার সম্ভাবনাও বেড়েছে । কেনাকাটি, বিনোদন, আর্থিক লেনদেন, ডেটা সংরক্ষণ, শিক্ষা বা সামাজিক মেলামেশা । সবকিছুর জন্যই এখন ইন্টারনেটের উপর অনেক বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছে সাধারণ মানুষ । ওয়ার্ক ফ্রম হোম হয়ে উঠেছে নিউ নর্মাল । এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । এমন সময়ে সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করা খুবই জরুরি ।
19 জুন ভারতের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম ফিশিং সম্পর্কে সচেতন করেছিল । প্রসঙ্গত, জুন মাসেই বড়সড় সাইবার হানার আশঙ্কার খবর সামনে এসেঠছিল । হ্যাকারদের নজরে ছিলি প্রায় 20 লাখ ভারতীয় । এমনই খবর সামনে এসেছিল । জানা গেছিল, কোরোনা সংক্রান্ত সরকারি ফান্ডের নকল ফাঁদ পেতেছিল ওই হ্যাকাররা ।
এদিকে গালওয়ানে ভারত - চিন সীমান্ত সংঘর্ষের পর থেকে চিনা হ্যাকারদের ভারতীয়দের উপর হানা দেওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেছে বলেই মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা । এই পরিস্থিতিতে কীভাবে আপনার ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখবেন? বিশেষজ্ঞরা বলছেন, আপনি এই ক্ষেত্রে সাইবার বিমার সাহায্য নিতে পারেন ।
ব্যক্তিগত সাইবার বিমা কী ?
18 বছর বা তার বেশি বয়সি যে কেউ ব্যক্তিগত সাইবার বিমা করতে পারেন । এটি আপনার ব্যক্তিগত তথ্যের উপর সাইবার হানার সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেয় । যদি কোনও তথ্য চুরিও হয়ে যায়, তবে তা পুনরুদ্ধার করার সুযোগ করে দেয় এই বিমা ।
কাদের কেনা দরকার এই বিমা ?
অনলাইনে আর্থিক লেনদেন করেন, এমন সকলেরই সাইবার বিমা প্রয়োজন । পাশাপাশি যাঁরা বিভিন্ন ক্লাউড সারভিস বা হোম অ্যাসিস্ট্যান্ট ডিভাইস ব্যবহার করেন তাঁদের জন্য সমান গুরুত্বপূর্ণ সাইবার বিমা ।
কোন কোন বিমা সংস্থায় এই ব্যক্তিগত সাইবার বিমা করা যায় ?
HDFC ERGO, বাজাজ অ্যালায়েনজ় জেনেরাল ইন্সুরেন্স এবং ICICI লম্বার্ড জেনেরাল ইন্সুরেন্স নামক ভারতের তিনটি মুখ্য বেসরকারি বিমা সংস্থায় এই বিমা করা যায় ৷
সাইবার বিমার অধীনে কী কী সুরক্ষিত হয় ?
আইডেনটিটি চুরি, সাইবার-বুলিং, সাইবার এক্সটরশন, ম্যালওয়্যার ইন্ট্রিউশন, অনুমোদন নেই এমন কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড ও মোবাইল ওয়ালেটগুলি ব্যবহারের ফলে আর্থিক ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা দেয় এই বিমা ৷ বিমাগুলির বেশিরভাগের মধ্যে বিভিন্ন বিপদের সময় আইনি খরচও অন্তর্ভুক্ত করা থাকে ৷ কিছু কিছু বিমার অধীনে রয়েছে ডিজিটাল খ্যাতি ফিরিয়ে আনার জন্য হওয়া খরচও ৷