পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

নাকা চেকিংয়ের সময় পুরুলিয়ায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের 2 দুষ্কৃতী - Purulia crime news

নাকা চেকিংয়ে ঝাড়খণ্ডের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুরুলিয়ার পুলিশ । তাদের থেকে তালা ভাঙার সরঞ্জাম পাওয়া গিয়েছে ।

puruliA
puruliA

By

Published : Jun 25, 2020, 10:49 PM IST

পুরুলিয়া, 25জুন : ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিংয়ে দুই আন্তঃরাজ্য দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বরাবাজার থানার পুলিশ l ধৃতদের নাম গোবিন্দ দে এবং তারকেশ্বর শর্মা l দুইজনই ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের বাসিন্দা l তাঁদের থেকে একটি মারুতি জ়েন গাড়ি ও তালা ভাঙার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে l

আজ গোবিন্দ এবং তারকেশ্বরকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । তাদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক l তাদের জেরা করে দুষ্কৃতীমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ l

পুলিশ সূত্রে খবর, গোবিন্দ এবং তারকেশ্বরের বিরুদ্ধে ঝাড়খণ্ড, পুরুলিয়া ও ঝাড়গ্রামে দুষ্কৃতীমূলক কার্যকলাপ এবং ডাকাতির অভিযোগ রয়েছে l অভিযুক্তরা বরাবাজার এলাকায় 11 ও 12 জুনের বিলিতি মদের ডাকাতির সঙ্গে যুক্ত ছিল l পুলিশের অনুমান তাদের 10-12 জন সদস্যের একটি দলও রয়েছে l তাদের জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ l

ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া-বরাবাজার এলাকায় নাকা চেকিংয়ের সময় গোবিন্দ ও তারকেশ্বরকে আটক করে পুলিশ l জিজ্ঞাসাবাদ করা হয় । তাদের কথাবার্তায় অমিল ধরা পড়লে সন্দেহ হয় পুলিশের l এরপরই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তালা ভাঙার বেশ কিছু সরঞ্জাম l সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে বরাবাজার থানার পুলিশ l আটক করে তাদের গাড়িটিকেও l ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 339/461 ধারায় মামলা রুজু করে পুলিশ l গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে l

ABOUT THE AUTHOR

...view details