সুতি, ২০ ফেব্রুয়ারি : ফের অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। গতরাতে তিনটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১০ কেজি বিস্ফোরকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। ধৃতদের নাম নাজির হোসেন, আকবর শেখ ও নাবিরুল শেখ। তাদের বাড়ি সুতি থানা এলাকায়। আজ তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। কী কারণে বিস্ফোরক মজুত রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
মুর্শিদাবাদে বেআইনি অস্ত্রসহ গ্রেপ্তার ৩ - Murshidabad
মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধারে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। গতরাতে তিনটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১০ কেজি বিস্ফোরকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সুতির চাঁদমারি এলাকার বাসিন্দা নাবিরুল শেখের বাড়িতে মজুত রাখা হয়েছিল অস্ত্র ও বোমা তৈরির মশলা। গোপন সূত্রে খবর পেয়ে নাবিরুলের বাড়িতে গতরাতে যায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিনটি ইমপ্রোভাইস পিস্তল, দশ রাউন্ড গুলি ও দশ কেজি বোমা তৈরির মশলা। ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করা হয় তিন দুষ্কৃতিকে।
আজসুতি থানায় জঙ্গিপুরের SDPO প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, গোপন খবরের ভিত্তিতে সুতি থানার চাঁদমারি এলাকার নাবিরুল শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে অস্ত্র ও বারুদ গুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করা হয় তিন ব্যক্তিকে। কোথা থেকে অস্ত্রগুলো নিয়ে এসে কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ আদালতে তুলে পাঁচদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে।