কলকাতা, 9 অগাস্ট : সোশাল মিডিয়ায় মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে ধর্ষণ ও খুনের হুমকি ৷ রবিবার লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করলেন তিনি ৷ অযোধ্যার রাম মন্দিরের ভূমিপুজো সমর্থন করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি ৷ তারপর থেকেই তাঁকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷
হাসিন জাহানকে খুনের হুমকি - রামমন্দির
কোরোনা পরিস্থিতিতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে সোশাল মিডিয়ায় ঝড় ওঠে ৷ পক্ষে বিপক্ষে বহু মতামত আসে ৷ তখনই রাম মন্দিরের নিজের সমর্থন সোশাল মিডিয়ায় জানান হাসিন ৷
5 অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো হয় ৷ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোরোনা পরিস্থিতিতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে সোশাল মিডিয়ায় ঝড় ওঠে ৷ পক্ষে বিপক্ষে বহু মতামত আসে ৷ তখনই রাম মন্দিরের নিজের সমর্থন সোশাল মিডিয়ায় জানান হাসিন জাহান ৷
ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে কয়েক মাস ধরেই ৷ 2018 সালে মহম্মদ শামির বিরুদ্ধে হাসিন জাহান যাদবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের করেন । মূলত বিবাহ বহির্ভূত সম্পর্ক ও বধূ নির্যাতনের অভিযোগ ছিল । পাশাপাশি শামির ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন হাসিন জাহান ।