পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি - myoung girl molested

সোনারপুরে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ৷ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

প্রতিকী ছবি

By

Published : Oct 10, 2019, 9:24 AM IST

সোনারপুর , 10 অক্টোবর : কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনাটি সোনারপুর থানা এলাকার ৷ অভিযুক্তের নাম বুদ্ধেশ্বর মণ্ডল ৷ তাকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ ৷

অভিযুক্ত ব্যক্তি একটি বহুতলের কেয়ারটেকার ৷ দু'বছর ধরে সেখানে পরিবার নিয়ে থাকে সে ৷ ওই এলাকাতে বাড়ি কিশোরীর ৷ গতরাতে প্রতিমা বরণের পর বরণের থালা রাখতে মণ্ডপের পাশের ওই বহুতলে গেছিল কিশোরী ৷ অভিযোগ, সেখানে যাওয়ার পরই অভিযুক্ত বুদ্ধেশ্বর মদ্যপ অবস্থায় তাকে জোর করে ফ্ল্যাটের নির্জন জায়গায় নিয়ে যায় ৷ সেখানে গিয়ে যৌন হেনস্থা করে ৷ কিশোরীকে মারধরও করা হয় ৷

আরও পড়ুন : পিকনিক গার্ডেনে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার 2

ঘটনার কথা জানাজানি হতেই বুধবার রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা ৷ তদন্তে নেমে পুলিশ বুদ্ধেশ্বর মণ্ডলকে গ্রেপ্তার করেছে ৷ তার বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতকে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details