পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

সম্পত্তির জন্য বাবাকে পিটিয়ে খুন, গ্রেপ্তার যুবক - arrested is accusation of Murder

বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হল যুবক ও তার বিবিকে ৷ সম্পত্তি লিখে দেওয়ার জন্য অভিযুক্ত যুবক প্রায়ই তার বাবাকে মারধর করত বলে জানা গেছে ৷

মৃত ইসা আলি লস্কর

By

Published : Aug 21, 2019, 3:18 AM IST

বারুইপুর, 21 অগাস্ট : নিজের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য মদ্যপ অবস্থায় প্রায়ই বাবাকে মারধর করত ছেলে । এর আগে একবার বাবাকে মারধর করায় জেলেও গেছে । এবার সেই ছেলে আক্তার আলি লস্করের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । ঘটনায় বউমা সাহানারা জড়িত বলে অভিযোগ মৃতের বিবি জহরার । মৃতের নাম ইসা আলি লস্কর(৬৩) । বারুইপুর থানার কল্যাণপুর এলাকার ঘটনা । মৃতের বিবির অভিযোগের ভিত্তিতে আক্তার ও সাহানারাকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ ।

দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার কল্যাণপুরে বাড়ি জোহরাদের । অভিযোগ, সম্পত্তির জন্য প্রায়শই বাবাকে মারধর করত আক্তার । যার জেরে কিছুদিন আগে জেলেও গেছিল সে । সোমবার জামিনে ছাড়া পায় । বাড়িতে এসেই বাবার উপর ফের চড়াও হয় । বেধড়ক মারধর করে ইসাকে । এই ঘটনায় আক্তারকে বিবি সাহানারা সঙ্গ দেয় । ওই যুবক ও তার বিবির মারধরের ফলে মাটিতে লুটিয়ে পড়েন ইসা । সেইসময় বাড়িতে আসেন আক্তারের ভাগনে রোহিত শেখ । বাধা দিতে গেলে রোহিতকেও আক্তার মারধর করে বলে অভিযোগ । এরপর কোনওরকমে আক্তারকে আটকান রোহিত । গুরুতর অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ইসাকে । সেখানে প্রবীণ ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয় ।

মৃতের বিবি জোহরা বলেন, "কিছুদিন ধরেই সম্পত্তি লিখে দেওয়ার জন্য শওহর ও আমাকে চাপ দিচ্ছিল ছেলে-বউমা । আমরা সম্পতি দিতে অস্বীকার করায় প্রায়ই মদ খেয়ে এসে বাড়িতে ঝামেলা করত । ক'দিন আগে ইট দিয়ে মেরে আমার শওহরের মাথা ফাটিয়ে দিয়েছিল আক্তার । সোমবার ফের আমার ছেলে-বউমা লাঠি দিয়ে মারধর করতে শুরু করে । লাথি-ঘুষিও মারেন । তারপরই উনি মাটিতে লুটিয়ে পড়েন । আমি ওদের শাস্তি চাই । "

মৃত ইসার বিবি জোহরার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলে ও বউমাকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details