দাসপুর, 10 সেপ্টেম্বর : বাবাকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে৷ মৃতের নাম সুভাষ মেট্যা (58) ৷ অভিযুক্ত অভিষেক মেট্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ঘটনাটি দাসপুরের সুলতাননগরের ৷ ধৃতকে আগামীকাল ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে ৷
সুলতাননগরের কলাইকুণ্ডুতে বাড়ি সুভাষ মেট্যার ৷ তাঁর দুই ছেলে ৷ বড় ছেলে অভিষেক মেট্যা সোনার কাজ করে ভিনরাজ্যে ৷ আর সুভাষবাবু স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে চাষাবাদ করতেন ৷ কাজ না থাকায় অভিষেক কয়েকদিন আগে বাড়ি ফিরে আসে ৷ গতরাতে বাড়ির উঠানে ঘুমোচ্ছিলেন সুভাষ মেট্যা ৷ তাঁর স্ত্রী উঠান লাগোয়া পাশের বাড়িতে ছিলেন ৷ অভিষেক পাশের ঘরেই ছিল ৷ অভিযোগ, রাতে মায়ের ঘরে শিকল তুলে দিয়ে উঠানে শুয়ে থাকা বাবাকে খুন করে অভিষেক ৷