কুশমণ্ডি, 29 জুলাই: কুশমণ্ডি ব্লকের আকচা গ্ৰাম পঞ্চায়েত এলাকার ঘাটসাতে কবিতা সরকার নামে এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল । জানা গেছে, পরিবারের অশান্তি জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে । খবর দেওয়া হয় কুশণ্ডি থানায় ।
কুশমণ্ডিতে কিশোরীর দেহ উদ্ধার, আত্মহত্যা বলে অনুমান - কুশমন্ডি
বাড়ির কাজ নিয়ে দুই বোনের মধ্যে অশান্তির জের । পরে দিদির মৃতদেহ উদ্ধার হয় ।
দুই বোনের বাড়ির কাজ নিয়ে অশান্তির জেরে আত্মঘাতী দিদি
জানা গেছে, সকালে বাবা-মা কাজে চলে যাওয়ার পর দুই বোনের মধ্যে ঝগড়া হয় । এরপর ছোটো বোন ববিতা বাড়ির পাশে খেলতে চলে যায় ।কিছু সময় পরে বাড়ি ফিরে এসে দেখে, তাদের শোওয়ার ঘরের দরজা বন্ধ । অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় সে জোরে জোরে ডাকতে থাকে । চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা সেখানে আসে ।
এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁরা দেখেন কবিতা সরকারের দেহ ঝুলছে । খবর দেওয়া হয় কুশমণ্ডি থানায় ।