পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

জমি নিয়ে বিবাদ, যুবককে কুপিয়ে খুনে অভিযুক্ত 2 দাদা - যুবককে খুন করল দাদা

যুবককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ 2 দাদার বিরুদ্ধে ৷ ঘটনাটি বালুরঘাট থানার চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের শোবরা শ্যামপুর এলাকার ৷ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ৷

মৃত যুবক

By

Published : Oct 29, 2019, 3:50 AM IST

বালুরঘাট, 29 অক্টোবর : জমি নিয়ে বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ 2 দাদার বিরুদ্ধে ৷ মৃত যুবকের নাম দিলীপ বর্মণ । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বালুরঘাট থানার চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের শোবরা শ্যামপুর এলাকায় ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ । ঘটনাস্থান থেকে খুনে ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করে । এরপর মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায় । ঘটনার পর থেকে অভিযুক্ত দুই দাদা অধীর বর্মণ ও সঞ্জিত বর্মণ পলাতক ।

চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের শোবরা শ্যামপুর এলাকার বাসিন্দা দেবেন বর্মণ । দেবেনবাবুর তিন ছেলে দিলীপ, অধীর ও সঞ্জিত । পারিবারিক জমির ভাগ নিয়ে দিলীপ বর্মণের সঙ্গে তাঁর দুই দাদা অধীর ও সঞ্জিতের দীর্ঘদিনের বিবাদ । জমি নিয়ে বিবাদের জেরে বেশ কয়েকবার তিন ভাইয়ের মধ্যে বচসা হয় । বচসা হাতাহাতি পর্যন্ত গড়ায় । গতকালও জমি নিয়ে ফের বিবাদ বাধে তিন ভাইয়ের মধ্যে । অভিযোগ, সেই সময় দিলীপ বর্মণকে হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দুই দাদা । হাঁসুয়া দিয়ে দুটি হাতের একাধিক জায়গায় কোপ মারে । গলা ও শরীরের অন্য জায়গায়ও কোপানো হয় । ঘটনাস্থানে মৃত্যু হয় দিলীপবাবুর । রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে আছে জানতে পেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । খবর দেওয়া হয় পুলিশে । ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ । ঘটনার পর থেকে অভিযুক্ত দুই দাদা পলাতক ৷

এবিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জয় বর্মণ বলেন, বিষয়টি তাঁরা লোকমুখে শুনতে পান । জমি নিয়ে বিবাদের জেরে নিজের ভাইকে নৃশংস ভাবে খুন করে দুই দাদা ।

বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । পুরো ঘটনা খতিয়ে দেখছে তারা ।

ABOUT THE AUTHOR

...view details