সোনারপুর, 15 সেপ্টেম্বর : শুক্রবার বাড়িতে একটি ফোন আসে । জানানো হয় অপহরণ করা হয়েছে বাড়ির ছেলেকে । ফিরে পেতে হলে দিতে হবে 70 লাখ টাকা । ছেলেকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হন মা । অপরহরণকারীদের ধরতে কষা হয় ছক । সেইমতো অপহরণকারীদের বলা জায়গায় নকল 70 লাখ টাকা নিয়ে যান অপহৃতের মা ও মাসি । কিন্তু সেখানে যে পুলিশ লুকিয়ে ছিলেন তা আন্দাজ করতে পারেনি অপহরণকারীরা । মুক্তিপণ নিয়ে পালানোর সময় দু'জন অপহরণকারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ । তারপর সিনেমার কায়দায় ডানলপ থেকে উদ্ধার করা হয় অপহৃত রিয়েল এস্টেট ব্যবসায়ীকে ।
সোনারপুর থানার শেরউড আবাসনের বাসিন্দা অভিষেক মুখার্জি । পেশায় রিয়েল এস্টেটে ব্যবসায়ী । বাণিজ্যিক বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার (12 সেপ্টেম্বর) ধর্মতলার একটি হোটেলে গেছিলেন তিনি । সেখানে উপস্থিত ছিলেন অভিষেকের পূর্ব পরিচিতি ব্যক্তি পার্থ । তার সূত্র ধরেই হোটেলে আলাপ হয় অভিষেক বল্লভ, পুরুষোত্তম ভার্মা ও বিশ্বজিতের সঙ্গে । তাদের সঙ্গে অভি ও রঞ্জন নামে দু'জন দেহরক্ষীও ছিল । হোটেল সূত্রে জানা যায়, কোনও বিষয় নিয়ে তাদের মধ্যে অশান্তি শুরু হয় । সেইসময় হোটেলের অন্যদের যাতে কোনও অসুবিধা না হয় তাই বেরিয়ে যেতে বলা হয় । হোটেল কর্তৃপক্ষের কথা মতো বেরিয়ে যায় তারা । গেটের সামনে এসে দাঁড়ায় প্রেস লেখা একটি গাড়ি । তাতে অভিষেককে তুলতে গেলে চিৎকার শুরু করেন তিনি । লোকেরা জড়ো হলে জানানো হয়, অভিষেক একটা ঝামেলায় জড়িত । আর অন্যরা সাংবাদিক হওয়ায় সে বিষয়ে জানতেই নিয়ে যাওয়া হচ্ছে অভিষেককে ।