রায়গঞ্জ, 5 অগাস্ট : আত্মসমর্পণ করে BSF জওয়ান উত্তম সূত্রধর । দুই সহকর্মীকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ উত্তমের বিরুদ্ধে । গতকালই তাকে রায়গঞ্জ থানার হাতে তুলে দেয় BSF । গতরাতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় । আজ তাকে আদালতে তোলা হল ।
সহকর্মীদের খুনে অভিযুক্ত BSF জওয়ানকে তোলা হল আদালতে
সহকর্মীর গুলিতে নিহত হন দুই BSF জওয়ান । এই ঘটনায় অভিযুক্ত উত্তম সূত্রধরকে আজ আদালতে তোলা হল । আটদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়েছে পুলিশ ।
BSF-এর 146 নম্বর ব্যাটালিয়নের মালদাখণ্ড সীমান্ত চৌকির কমান্ডার উত্তমকে পুলিশের হাতে তুলে দেন । তার বিরুদ্ধে 302/25/27 ধারায় মামলা রুজু করে রায়গঞ্জ থানার পুলিশ । তদন্তের কারণে আদালতের কাছে আটদিনের পুলিশি হেপাজতের আবেদন করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।
গতকাল ভোর সাড়ে তিনটে নাগাদ সীমান্তে কর্মরত ছিল উত্তম ও তার সহকর্মীরা । সেই সময়েই নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালায় উত্তম । সে দুই সহকর্মীকে গুলিবিদ্ধ করে বলে অভিযোগ । মৃত্যু হয় BSF-এর ইন্সপেক্টর মহিন্দর সিং ভাট্টি ও কনস্টেবল অনুজ কুমারের । গুলি করার পর নিজেই সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর । ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ । উত্তম সূত্রধরকে গ্রেপ্তার করা হয় । শুরু হয় জিজ্ঞাসাবাদ । আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে । আদালতের কাছে আটদিনের পুলিশি হেপাজতের আবেদন করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।