কোরোনার জেরে বর্তমানে অনলাইন ক্লাসেই জোর দিচ্ছে বেশিরভাগ স্কুল । বাড়িতে বসেই যাতে সিলেবাস শেষ করা যেতে পারে । প্রাইভেট টিউশন বা অন্যান্য পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেও একই পন্থা নেওয়া হচ্ছে । আর এই অনলাইন ক্লাসকেই হাতিয়ার করছে সাইবার অপরাধীরা । হ্যাক করা হচ্ছে অনলাইন ক্লাস ।
চলতি পরিস্থিতিকে হাতিয়ার করে অনলাইন ক্লাসে থাবা বসাচ্ছে সাইবার অপরাধীরা - সাইবার অপরাধ
স্কুলের সার্ভারে ঢুকে ক্লাসের মাধ্যমে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব বা মোবাইলে ঢুকছে ভাইরাস ।
ইন্টারনেট ছাড়া অনলাইন ক্লাস সম্ভব নয় । আর তাকেই হাতিয়ার করছে হ্যাকাররা । স্কুলের সার্ভারে ঢুকে ক্লাসের মাধ্যমে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব বা মোবাইলে ঢুকছে ভাইরাস । যার জেরে ক্লাস চলাকালীন স্ক্রিনে ভেসে উঠতে পারে পর্ন ভিডিয়ো বা হরর মুভি ক্লিপ । বন্ধ হয়ে যেতে পারে ক্লাসও ।
সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গেছে, সাইবার অপরাধীরা অনলাইন ক্লাসের লাইভ ফিডে ঢুকে পড়ে তা ট্যাপ করে । তারপর সেখানে পর্ন ভিডিয়ো বা অশ্লীল কোনও ছবি চালিয়ে দেয় । বিভিন্ন রাজ্যের সাইবার বিভাগে এমনও অভিযোগ এসেছে যে অপরাধীরা স্কুলের সার্ভার হ্যাক করে তার ডেটা চুরি করে । সেই ডেটা মুক্ত করার জন্য মোটা অঙ্কের টাকার দাবি করে ।