শিলিগুড়ি, 15জুলাই : ফল প্রকাশের আগেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। মৃত ওই ছাত্রের নাম তন্ময় বর্মণ(17)। জানা গিয়েছে, মৃত ওই ছাত্র মাধ্যমিকে পাস করেছে। তবে ওই ছাত্র কেন আত্মহত্যা করল তা দেখতে তদন্তে নেমেছে পুুুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
অন্যান্য দিনের মত আজ সকালে প্রাতঃভ্রমণে গিয়েছিল তন্ময়। প্রাতঃভ্রমণ শেষে বাড়ি ফিরে সামান্য টিফিন করেই নিজের ঘরে ঢুকে দরজা দিয়েছিল সে। বেশ কিছু সময় কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করে। তারপরেই বাড়ির লোকেরা দরজা ভেঙ্গে ফেলেন। দেখতে পান গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে তন্ময়। তড়িঘড়ি তাকে খড়িবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফল প্রকাশের আগেই গলায় ফাঁস! উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ - মাধ্যমিক পরীক্ষার ফল
ফল প্রকাশের আগেই উদ্ধার হল মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। মৃত ওই ছাত্রের নাম তন্ময় বর্মণ(17)। পরে জানা গিয়েছে, ওই ছাত্র মাধ্যমিকে পাস করেছে। তবে ওই ছাত্র কেন আত্মহত্যা করল তা দেখতে তদন্তে নেমেছে পুুুলিশ।
SUICIDE
খবর দেওয়া হয় খড়িবাড়ি থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করছে। এদিকে ওই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পরেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অনেকেই মনে করছেন মাধ্যমিকের ফল নিয়ে দুশ্চিন্তায় ছিল ওই ছাত্র। তবে সঠিক কী কারণে এই ঘটনা তা নিয়ে ধন্দে পুলিশের তদন্তকারী অফিসারেরা।