পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

নতুন ছক, বাইক সার্ভিসিংয়ের নামে এবার প্রতারণা শহরে - সার্ভিস সেন্টারে নির্দিষ্ট মোবাইল নাম্বার হ্যাক করছে প্রতারকরা.

সার্ভিস সেন্টারে নির্দিষ্ট মোবাইল নাম্বারটি হ্যাক করেছে প্রতারকরা । তার জেরে গ্রাহকরা কেউ ফোন করলে তা চলে যাচ্ছে প্রতারকদের কাছে । তারপর প্রতারকরা গ্রাহকের মোবাইলে পাঠাচ্ছে লিঙ্ক । আর তাতে ক্লিক করলেই সর্বনাশ হচ্ছে ।

image
ব্যাংক প্রতারণা শহরে

By

Published : Jan 22, 2020, 9:38 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: পেটিএম প্রতারণায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি চক্রের পান্ডাদের । তারই মাঝেই শহরে ব্যাংক প্রতারণার নতুন ছক । বাইক সার্ভিসিংয়ের নামে চলছে প্রতারণা । এই ঘটনায় সাইবার ক্রাইম থানায় দায়ের হয়েছে অভিযোগ । বিষয়টি নিয়ে তদন্তে নামতে চলেছে ব্যাংক ফ্রড শাখা ।

বেহালার শুভম সিংহ নামে এক যুবক শিকার হয়েছেন এই প্রতারণার । তাঁর অভিযোগ, একটি সার্ভিস সেন্টারে ফোন করেছিলেন তিনি বাইক সার্ভিসিং-এর জন্য । তাকে পরে ফোন করে বলা হয় অনলাইনে ফরম ফিল আপ করতে হবে । তার জন্য পাঠানো হয় লিংক । সেই লিংকে ক্লিক করে বাইক সার্ভিসিংয়ের ফরম ফিল আপ করেন তিনি । এরপর তাঁকে আগাম কিছু টাকা পাঠাতে বলা হয় । জানানো হয়, তাহলে সার্ভিসিংয়ের বুকিং করা সম্ভব হবে । কিন্তু সেই টাকা পাঠানোর পরেই তাঁর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় আরও 4200 টাকা । ঠাকুরপুকুরের এক ব্যক্তির সঙ্গেও ঘটেছে এমন ঘটনা । তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে 10 হাজার টাকা । পরে ওই ব্যক্তিরা সার্ভিস সেন্টারে যান । সার্ভিস সেন্টারের পক্ষ থেকে জানানো হয় মোবাইল বন্ধ রয়েছে তাদের । অথচ গ্রাহকরা ফোন করলে ওই মোবাইল অন পাচ্ছেন ।


তদন্তকারীরা মনে করছেন, সার্ভিস সেন্টারে নির্দিষ্ট মোবাইল নাম্বারটি হ্যাক করেছে প্রতারকরা । তার জেরে গ্রাহকরা কেউ ফোন করলে তা চলে যাচ্ছে প্রতারকদের কাছে । তারপর প্রতারকরা গ্রাহকের মোবাইলে পাঠাচ্ছে লিঙ্ক । আর তাতে ক্লিক করলেই সর্বনাশ হচ্ছে । গ্রাহক ফিল আপ করছেন বাইক সার্ভিসিং-এর ফর্ম । আসলে ওই লিঙ্কের মাধ্যমে গ্রাহকের মোবাইলের দখল নিয়ে নিচ্ছে প্রতারকরা । তারপর গ্রাহকরা টাকা অনলাইনে পাঠানোর সময় তাঁদের ফোন থেকে প্রতারকরা জেনে নিচ্ছে ব্যাংকের PIN । সঙ্গে সঙ্গেই তারা ওই অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলছে টাকা ।

ABOUT THE AUTHOR

...view details