বাগুইআটি, 30 মার্চ : বাগুইআটি থানার তেঘরিয়া এলাকায় আজ দুপুরে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাম ফুলুদেবী (40) জানা গেছে। গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ফুলু তাঁর স্বামী এবং তিন সন্তানের সঙ্গে থাকত। পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে তাকে। ফুলুর স্বামী কালীচন্দ্র যাদব পলাতক। বিহারের বাসিন্দা কালীচন্দ্র গত পাঁচ বছর ধরে তেঘরিয়াতে ভাড়া থাকত।
বাগুইআটিতে বধূর অস্বাভাবিক মৃত্যু - undefined
বাগুইআটি থানার তেঘরিয়া এলাকায় আজ দুপুরে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাম ফুলু দেবী(40)।
![বাগুইআটিতে বধূর অস্বাভাবিক মৃত্যু](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2855975-1044-384a0453-1b7b-4bed-b1d7-d05c4a67b102.jpg)
বাগুইআটিতে বধূর অস্বাভাবিক মৃত্যু
বাগুইআটিতে বধূর অস্বাভাবিক মৃত্যু
আজ সকালে ওই বাড়ির মালকিনের কাছে ফুলুদেবীর এক সন্তান এসে জানায় যে, তার মা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এর পরেই বাড়ির মালকিন ঘরে ঢুকে দেখতে পান ফুলুর মৃতদেহ খাটে পড়ে রয়েছে। গলায় কালসিটে।
বাগুইআটি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠায়। মৃতের স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
TAGGED:
death, housewife, baguihati