ব্যারাকপুর ও কলকাতা, 30 অক্টোবর : মণীশ শুক্লা খুনে খুলছে জট । এবার গ্রেপ্তার করা হল আরও দু'জনকে । রওশন যাদব ও সুজিত রাইকে পঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়েছে । গতরাতেই তাদের পঞ্জাব থেকে ট্রানজ়িট রিমান্ডে আনা হয় ।
আজ তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় । সোমবার তাদের টি আই প্যারেড হবে । CID তাদের হেপাজতে নিতে চায়নি বলে জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা ।
এদিকে আরও পাঁচজনের খোঁজ চলছে । কয়েকটি রাজ্যে তল্লাশি চালানো হচ্ছে বলে CID সূত্রে খবর । মণীশ শুক্লা খুনে কি তবে ক্রমশই স্পষ্ট হচ্ছে বিহার যোগ ? কারণ এর আগে সুবোধ সিংকে বিহার থেকেই গ্রেপ্তার করেছিল CID । সেই সূত্র ধরে এবার পঞ্জাব থেকেও গ্রেপ্তার করা হল দু'জনকে ।
4 অক্টোবর রাতে খুন হন মণীশ শুক্লা । টিটাগড় থানার কাছে দলীয় কার্যালয়ের সামনে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে । মণীশের খুনের পরই সরব হয় রাজ্য BJP । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে তারা ।
BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় 5 অক্টোবর মণীশের বাড়িতে যান । সেদিন সাংবাদিকদের কৈলাস বলেছিলেন, মণীশ খুনে তৃণমূল ও পুলিশের যোগ রয়েছে । ঘটনায় তিনি CBI তদন্তের দাবি তুলেছিলেন । যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে মণীশ খুনের তদন্তভার CID-র হাতে তুলে দেওয়া হয় ।
তদন্তভার নেওয়ার 24 ঘণ্টার মধ্যে রাজ্য গোয়েন্দা সংস্থা মহম্মদ খুররম ও গোলাম শেখ নামে দু'জনকে গ্রেপ্তার করে । সেই সময় প্রকাশ্যে আসে অন্য তথ্য । পিতৃখুনের প্রতিশোধেই মণীশকে খুন করা হয়েছিল বলে তথ্য উঠে আসে ।
পিতৃহত্যার বদলা নিতেই খুন মণীশ ? গ্রেপ্তার 2
এরপরই সাংবাদিক বৈঠক করেন BJP সাংসদ অর্জুন সিং । অভিযোগ করেছিলেন, খুররমের সঙ্গে তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের যোগ রয়েছে । শুধু তাই নয়, খুররমের সঙ্গে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমেরও ঘনিষ্ঠতা রয়েছে । এরপরই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর ।
খুররম ও গোলামকে জেরায় সুবোধ যাদবের নাম প্রকাশ্যে আসে । বিহার থেকে তাকে গ্রেপ্তার CID । এইদিকে সুবোধ ব্যারাকপুরের পৌরপ্রশাসক উত্তম দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত । সুবোধকে জেরার পর উঠে আসে সুজিত ও রোওশনের নাম । ঘটনার প্রায় 25 দিন পরে পঞ্জাব থেকে তাদের গ্রেপ্তার করল CID ।
মণীশ খুনে গ্রেপ্তার আরও 2