চিত্তরঞ্জন,16 জুলাই:সোশাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয়েছিল রেলশহর চিত্তরঞ্জনের এক যুবতির সঙ্গে বিহারের ঝাড়খন্ড বোকারো চাষ এলাকার এক যুবকের। কিন্তু যুবতি পরে জানতে পারে যে যুবকটি মাদকাসক্ত। তারপরেই যোগাযোগ বন্ধ করে দেয় সে। তারপর থেকেই ওই যুবক যুবতিকে হুমকি দিয়েছিল বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বলে। সেইমতো গতরাতে ওই যুবতির বাড়িতে এসে হানাও দেয় যুবক ও তার তিন বন্ধু। সঙ্গে এনেছিল একটি গাড়িও। কিন্তু স্থানীয়দের চেষ্টায় বিফলে যায় ওই পরিকল্পনা। পুলিশের হাতে ধরা পড়ে যুবক সহ চারজন। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
গাড়িতে ওঠানোর সময় যুবতির চিৎকারে জড়ো হয়ে যায় স্থানীয়রা । যুবকদের পিছু ধাওয়া করে তারা। চিত্তরঞ্জন রেল শহরের তিন নম্বর গেটের কাছে গাড়ি সহ ওই যুবকদের ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তাদেরকে চড়-থাপ্পড় দেওয়া হয় এবং চিত্তরঞ্জন থানার পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। যদিও টাটাসুমো চালক পালিয়ে যায়।
ফেসবুক থেকে বন্ধুত্ব, যুবতিকে অপহরণ করতে এসে পুলিশের জালে ৪ - বিহারের ঝাড়খন্ড বোকারো
সোশাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয়েছিল চিত্তরঞ্জনের এক যুবতির সঙ্গে বিহারের ঝাড়খন্ড বোকারো চাষ এলাকার এক যুবকের।কিন্তু যুবতি পরে জানতে পারে যুবকটি মাদকাসক্ত। সেই রাতেই ওই যুবতির বাড়িতে এসে হানাও দেয় যুবক ও তার তিন বন্ধু। তবে যুবতিকে অপহরণের আগেই স্থানীয়রা ধৃতদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে চারজনের নাম অঙ্কিত শর্মা, প্রিন্স কুমার, রবি কুমার এবং বিজয় কুমার।পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পারে অঙ্কিতের সঙ্গে চিত্তরঞ্জনের ওই যুবতির প্রেম ছিল । কিন্তু পরবর্তীকালে মেয়েটি প্রত্যাখ্যান করে অঙ্কিতকে মাদকাসক্ত বলে। এরপরে অঙ্কিতের জেদ ধরে যায় । এবং সে ওই মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। সেই মতো গতকাল রাতে মাদকাসক্ত হয়ে তারা মেয়েটির বাড়ি যায়। কিন্তু স্থানীয়দের বাধায় তারা ভয়ে পালিয়ে যায়। যদিও শেষ পর্যন্ত চিত্তরঞ্জন তিন নম্বর গেটের কাছে ধরা পড়ে যায় টাটা সুমো সহ চারজন। চালক পালিয়ে গেছে।