পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

এয়ারলাইন্সে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার যুবতি - Fraud in the name of hiring airlines

বিমান পরিষেবায় চাকরি করে দেওয়ার অফার দিয়েছিল খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া সংস্থাটি। কিন্তু চাকরিপ্রার্থীদের কাজ আর হয়নি। সেই সূত্রেই পুলিশে অভিযোগ দায়ের। ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক যুবতিকে ।

গ্রেপ্তার কিংপিন তরুণী

By

Published : Nov 22, 2019, 11:30 AM IST

কলকাতা, 22 নভেম্বর : এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চক্রের এক যুবতি ৷ নাম পৌলমী বসু (29) ৷ গতকাল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ পৌলমীকে গড়িয়াহাট মলের কাছ থেকে গ্রেপ্তার করে ৷ কিছুদিন আগে বাংলা দৈনিক সংবাদপত্রে আকর্ষণীয় চাকরি এবং আকর্ষণীয় বেতনের এয়ারলাইন্সে চাকরির অফারের বিজ্ঞাপন ছাড়া হয় ৷ সেই বিজ্ঞাপন দেখে চক্রীদের পাতা ফাঁদে পা দিয়েছিলেন একের পর এক চাকরিপ্রার্থীরা ৷

সূত্র থেকে জানা যায়, কয়েক দিন আগে যাদবপুর থানা এলাকায় একটি অভিযোগ জমা পড়ে ৷ অভিযোগকারী জানান, এয়ারলাইন্সে চাকরি পাওয়ার জন্য তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন ৷ তিনি খবরের কাগজের ওই বিজ্ঞাপন দেখে ফোন করেছিলেন ৷ টেলিফোনে তাঁকে আশ্বস্ত করে বলা হয়, নামী বেসরকারি যাত্রীবাহী বিমান পরিষেবায় চাকরি হবে ৷ কিন্তু তার জন্য কিছু টাকা দিতে হবে ৷ সেইমত অভিযোগকারিণীর কাছ থেকে 71,962 টাকা নেওয়া হয়েছিল ৷ ব্যাঙ্কের মাধ্যমে ওই টাকা লেনদেন করা হয়েছিল ৷ তারপর বিমান পরিষেবার কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷ কিন্তু প্রশিক্ষণের পরও কোনও চাকরি হয়নি ৷ অভিযোগকারিণী একটা সময় পরে বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হচ্ছেন ৷ তারপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন ৷

তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ সেই সূত্রে গোয়েন্দাদের হাতে ধরা পড়ল প্রতারণা চক্রের সদস্য পৌলমী বসু ৷ কলকাতা পুলিশের দাবি, পৌলমী ওই প্রতারণা চক্রের কিংপিন ৷ এছাড়া প্রতারণা চক্রে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details