পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

কালিয়াচকে 9 লাখ টাকা ও 400 গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেপ্তার 3

কালিয়াচকের বালিয়াডাঙা এলাকা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ । ব্রাউন সুগারসহ পাচারচক্রের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করা হয় ।

malda
মালদা

By

Published : May 5, 2020, 8:19 AM IST

মালদা, 5 মে : নগদ 9 লাখ টাকা ও 400 গ্রাম ব্রাউন সুগারসহ পাচারচক্রের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের নাম রাজ্জাক শেখ, সাহিম শেখ ও সামাউল শেখ ।

লকডাউনে রমরমিয়ে মাদক পাচারচক্র চলছে বলে আগেই অভিযোগ উঠেছিল । কিছুদিন আগেও ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে কয়েকজন পাচারকারী । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য আসে জেলা পুলিশের হাতে । সেই তথ্য অনুযায়ী কিছুদিন মাদক পাচারচক্রের কয়েকজন পাণ্ডার উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ । গতকাল ভোরে কালিয়াচকের বালিয়াডাঙা এলাকা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ । ব্রাউন সুগারসহ পাচারচক্রের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করে । 400 গ্রাম ব্রাউন সুগার, নগদ নয় লাখ টাকা এবং একটি ছোটো গাড়ি বাজেয়াপ্ত করা হয় ।

সামাউলের বাড়ি কালিয়াচকের দক্ষিণ রায়পুর এলাকায় । রাজ্জাক ও সাহিম কালিয়াচকের শেরশাহী এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে । পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “ প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা ব্রাউন সুগার বিক্রি করে ওই টাকা পেয়েছিল । লকডাউনে এখনও পর্যন্ত অন্ততপক্ষে পাঁচ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে 15 জনকে।”

ABOUT THE AUTHOR

...view details