পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

মহেশতলায় মহিলাকে কুপিয়ে খুন, গ্রেপ্তার স্বামী - woman murdered

মহেশতলায় মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ মৃতের নাম মধুমিতা কর্মকার ৷ আজ ছেলের জন্মদিন উপলক্ষ্যে গতকাল স্বামীর বাড়ি ছেলের সঙ্গে দেখা করতে গেছিলেন মধুমিতা ৷ সেসময় তাঁর স্বামী শিবু কর্মকার তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ করেন মধুমিতার দিদি পারমিতা গাঙ্গুলি ৷

মৃতদেহ

By

Published : Oct 13, 2019, 12:47 PM IST

Updated : Oct 13, 2019, 3:11 PM IST

মহেশতলা, 13 অক্টোবর : মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার মহেশতলার মেমানপুরের রামকৃষ্ণ পল্লির ঘটনা ৷

মৃতের নাম মধুমিতা কর্মকার (42) ৷ বাড়ি বেহালার পর্ণশ্রীতে ৷ 17 বছর আগে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল শিবু কর্মকারের ৷ শিবু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ৷ তাঁদের 12 বছরের একটি ছেলে রয়েছে ৷ গত কয়েকবছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল ৷ মধুমিতার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন শিবু ৷ তিক্ততা বাড়ায় মাস তিনেক আগেই থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন ৷ মধুমিতা পর্ণশ্রীতে তাঁর দিদি পারমিতা গাঙ্গুলির বাড়িতে থাকতেন ৷ ডিভোর্সের জন্য আইনি প্রক্রিয়াও শুরু হয়েছিল ৷ ছেলে শিবুর কাছেই থাকত ৷

দেখুন ভিডিয়ো...

আজ ছেলের জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় মধুমিতা ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ পারমিতা জানান, মধুমিতা একবার শুধু ছেলেকে দেখতে চেয়েছিলেন ৷ শিবু ধারালো অস্ত্র নিয়ে মধুমিতার উপর ঝাঁপিয়ে পড়েন ৷ বোনকে বাঁচাতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে অন্ধকারে ঠেলে ফেলে দেন ৷ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন ৷ ততক্ষণে ঘটনাস্থান থেকে চম্পট দেন শিবু ৷ স্থানীয়দের সহযোগিতায় মধুমিতাকে বজবজ হাসপাতালে নিয়ে যান পারমিতা ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মহেশতলা থানায় ৷ গতরাতেই শিবুকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ তাঁকে আলিপুর বিশেষ আদালতে তোলা হবে ৷

Last Updated : Oct 13, 2019, 3:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details