রানাঘাট,22 জুলাই: মদ বিক্রির প্রতিবাদ করায় স্বামীকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ স্ত্রীয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী। স্ত্রীয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের থানায় । ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক । নদিয়ার রানাঘাট থানা এলাকার ঘটনা ।
রানাঘাটে মদ বিক্রির প্রতিবাদ করায় স্বামীকে ধারালো অস্ত্রের কোপ স্ত্রীয়ের - স্বামীকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ স্ত্রীয়ের
পায়রাডাঙ্গার বাসিন্দা প্রদীপ চৌহানের স্ত্রী সীমা চৌহান প্রায় সাত-আট মাস ধরে বাড়িতে মদ বিক্রি করতেন। একাধিকবার বারণ করা সত্ত্বেও তিনি শোনেননি। কোরোনা সংক্রমণের পরিস্থিতিতেও তিনি মদ বিক্রি করতেন। আজ বারণ করলেই হঠাৎ একটি ধারালো অস্ত্র দিয়ে প্রদীপ চৌহানের মাথায় আঘাত করেন তিনি। তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ। যদিও অভিযুক্ত সীমা চৌহান পলাতক।
রানাঘাট থানার পায়রাডাঙ্গার বাসিন্দা প্রদীপ চৌহান। পেশায় গাড়ি চালক। প্রদীপ চৌহানের অভিযোগ, প্রায় সাত-আট মাস ধরে স্ত্রী সীমা চৌহান বাড়িতে মদ বিক্রি করতেন। একাধিকবার বারণ করা সত্ত্বেও তিনি শোনেননি। যেহেতু গোটা দেশজুড়ে কোরোনা সংক্রমণ শুরু হয়েছে, এই পরিস্থিতিতে অজানা- অচেনা মানুষ বাড়ির মধ্যে চলে আসছে। সেই কারণেই স্ত্রীর মদ বিক্রির প্রতিবাদ করে সে। আজ বারণ করলেই হঠাৎ একটি ধারালো অস্ত্র দিয়ে প্রদীপ চৌহানের মাথায় আঘাত করে সীমা চৌহান। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা প্রদীপ চৌহানকে রানাঘাট মহাকুমা হাসপাতাল ভরতি করে।
প্রদীপ চৌহানের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ। যদিও অভিযুক্ত সীমা চৌহান পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।