পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

প্রতিবেশীর সঙ্গে বিবাদ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বাবা-ছেলের - বালিপুর গ্রাম

প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন দুই ব্যক্তি । উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার বালিপুরের ঘটনা ।

Father and son shot dead
গুলিবিদ্ধ এক ব্যক্তি ও তাঁর ছেলে

By

Published : Nov 3, 2020, 11:00 PM IST

প্রতাপগড়(উত্তরপ্রদেশ), 3 নভেম্বর : সামান্য বিবাদের জের। আর তা থেকেই ঘটে গেল দু'দুটো খুন। উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার বালিপুরে এক ভদ্রলোক ও তাঁর ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। প্রতিবেশীদের ডাবল ব্যারেল ব্রিচ লোডিং (DBBL) বন্দুকের ছোড়া গুলিতে নিহত হন এই দুজন। এই খুনের পর অভিযুক্তরা পলাতক। বালিপুর গ্রামে যেখানে এই হত্যার ঘটনা ঘটে সেখানে 2013 সালে এক ডেপুটি এসপি রেঙ্কের পুলিশ কর্মকর্তা বিক্ষুব্ধ জনতার হাতে মারা যান।

সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে । মৃত দুই ব্যক্তির নাম রাজেন্দ্র বাহাদুর সিং (50) ও তাঁর ছেলে অভয় প্রতাপ সিং (22)। খবর জানতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী ঘটনাস্থানে পৌঁছায়।

IG কে পি সিং (প্রয়াগরাজ রেঞ্জ) বলেন, ঝুলন্ত বৈদুত্যিক তার নিয়ে দু'পক্ষের বিরোধ সৃষ্টি হয়। রণজিৎ সিং ও তাঁর ভাই বিপিন সিং ট্রাক্টরে করে বাড়ির দিকে ফিরছিল। সেই সময় অভিযুক্তের বাড়ির সঙ্গে সংযুক্ত একটি বৈদ্যুতিক তার নিচু অবস্থায় ঝুলতে থাকায় তারা ট্রাক্টর থামাতে বাধ্য হয়। এই নিয়ে দুপক্ষের তর্কাতর্কি বাধলে হঠাৎ প্রতিবেশী দুজন গুলি চালায়। তার ফলেই ঘটনাস্থানেই মৃত্যু হয় রাজেন্দ্র বাহাদুর সিং ও তাঁর পুত্র অভয়ের। অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। এজন্য পুলিশের তিনটি দল ভিন্ন ভিন্ন জায়গায় অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details