মালদা, 30 জুলাই : 1 লাখ 35 হাজার টাকার জালনোটসহ এক যুবককে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ ৷ ধৃতের নাম আবদুল রশিদ।
মোথাবাড়িতে জালনোটসহ গ্রেপ্তার যুবক - মোথাবাড়ি
মোথাবাড়ি থানার পুলিশের একটি দল খবর পেয়ে গতকাল রাতে বিরামপুর মোড়ে হানা দেয় ৷ তথ্য অনুযায়ী, এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 1লাখ 35 হাজার টাকার জালনোট৷
খবর পেয়ে গতরাতে মোথাবাড়ি থানার পুলিশের একটি দল বিরামপুর মোড়ে হানা দেয় ৷ তথ্য অনুযায়ী এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 1লাখ 35 হাজার টাকার জালনোট ৷ গ্রেপ্তার করা হয় আবদুল রশিদ নামের ওই যুবককে ৷
মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে , উদ্ধার হওয়া সমস্ত নোট 500 টাকার ৷ এই ঘটনায় আবদুল রশিদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আবদুল বৈষ্ণবনগরের বেদরাবাদ এলাকার বাসিন্দা ৷ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া জালনোট কোথা থেকে কোথায় পাচারের ছক কষেছিল তা জানতে ধৃতকে পাঁচদিনের পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানানো হবে।