পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

মোথাবাড়িতে জালনোটসহ গ্রেপ্তার যুবক - মোথাবাড়ি

মোথাবাড়ি থানার পুলিশের একটি দল খবর পেয়ে গতকাল রাতে বিরামপুর মোড়ে হানা দেয় ৷ তথ্য অনুযায়ী, এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 1লাখ 35 হাজার টাকার জালনোট৷

জাল নোট
জাল নোট

By

Published : Jul 30, 2020, 1:01 PM IST

মালদা, 30 জুলাই : 1 লাখ 35 হাজার টাকার জালনোটসহ এক যুবককে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ ৷ ধৃতের নাম আবদুল রশিদ।

খবর পেয়ে গতরাতে মোথাবাড়ি থানার পুলিশের একটি দল বিরামপুর মোড়ে হানা দেয় ৷ তথ্য অনুযায়ী এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 1লাখ 35 হাজার টাকার জালনোট ৷ গ্রেপ্তার করা হয় আবদুল রশিদ নামের ওই যুবককে ৷

মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে , উদ্ধার হওয়া সমস্ত নোট 500 টাকার ৷ এই ঘটনায় আবদুল রশিদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আবদুল বৈষ্ণবনগরের বেদরাবাদ এলাকার বাসিন্দা ৷ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া জালনোট কোথা থেকে কোথায় পাচারের ছক কষেছিল তা জানতে ধৃতকে পাঁচদিনের পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

ABOUT THE AUTHOR

...view details