জঙ্গিপুর,17 জুলাই: জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। গতকাল রাতে ধুলিয়ান ফেরিঘাট থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের কাছ থেকে দুহাজার টাকা নোটের মোট এক লাখ টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের নাম পাপাই ঘোষ ও দেবব্রত মণ্ডল। দুজনেই মালদা বৈষ্ণবনগর থানার রাজনগরের বাসিন্দা। আজ ওই দুজনকে সাত দিনের জন্য পুলিশি হেপাজতে রাখার আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
সামশেরগঞ্জে জাল নোট সহ গ্রেপ্তার 2 - জঙ্গিপুর
সামশেরগঞ্জ থানার পুলিশ জাল নোট সহ গ্রেপ্তার করল দুইজনকে। আজ ওই দুজনকে সাত দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
গতরাতে ধৃত দুজন মালদা থেকে নদী পথে ধুলিয়ান ফেরিঘাটে এসে নামে। সন্দেহজনকভাবে ঘুরতে দেখে পুলিশ তাদের আটক করে। তবে, এখনও পর্যন্তপুলিশ জানতে পারেনি এই জাল নোটগুলি কোথায় কাকে হাত বদল করা হত । পুলিশি হেপাজতে ধৃতদের নিয়ে এই তদন্ত চলবে।
বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ কাররা বলেন,"ফেরিঘাটে দুজনকে সন্দেহজনকভাবে ভাবে ঘুরতে দেখে পুলিশ আটক করে। তল্লাশি চালিয়ে এক লাখ টাকার জাল নোট মেলে। আজ দুজনকে সাত দিনের জন্য পুলিশি হেপাজতে রাখার আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।"