পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 12, 2019, 11:28 PM IST

ETV Bharat / jagte-raho

200 টাকা দেখতে চেয়ে 25 হাজার টাকা হাপিশ !

ভারতীয় টাকা দেখতে চেয়ে ক্যাশবাক্সে হাত । হিসাব মেলাতে গিয়ে 25 হাজার টাকা গড়মিল । থানায় অভিযোগ দায়ের ।

অভিযুক্ত দম্পতি

দুর্গাপুর, 12 সেপ্টেম্বর : মধ্যবয়স্ক দম্পতি । আদো আদো হিন্দি কথা বলতে পারে । তবে, ইংরেজি বলতে পারে অনর্গল । একটি দোকানে ঢুকে মোজা কেনে । সেখানেই দোকানদারকে জানায়, ডলার এক্সচেঞ্জ করবে । দোকানদার ব্যাঙ্কের রাস্তা দেখিয়ে দেয় । এতদূর ঠিক ছিল । কিন্তু ওই দম্পতি ভারতীয় টাকা দেখতে চাইলে বিপত্তি হয় । অভিযোগ, ভারতীয় 100 ও 200 টাকা কেমন তা দেখতে চেয়ে সটান ঢুকে যায় দোকানদারের ক্যাশ বাক্সের জায়গায় । টাকায় হাত দেয় । দোকানদার সেই সময়ের জন্য বের করে দেয় । কিন্তু হিসেবের সময় দেখে 25 হাজার টাকা কম । ঘটনাটি কোকওভেন থানার সগড়ভাঙা জ়োনাল মার্কেটের । ওই দম্পতির বিরুদ্ধে কোকওভেন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

সগড়ভাঙা জ়োনাল মার্কেটের দোকানদার অভিজিৎ গুপ্তা । তিনি জানান, আজ তাঁর দোকানে ওই দম্পতি আসে । নিজেদের দুবাইয়ের বাসিন্দা বলে পরিচয় দেন । প্রথমে দোকান থেকে একটি মোজা কেনে । তারপর অভিজিৎবাবুকে বলেন, ডলার এক্সচেঞ্জ করাতে চান । তাদের ব্যাঙ্কে যেতে বলেন অভিজিৎবাবু । তাঁর অভিযোগ, ব্যাঙ্কে না গিয়ে ভারতীয় মুদ্রায় 200 টাকা চায় ওই দম্পতি । এরপর সটান চলে আসে ক্যাশ বাক্সের কাছে । তাতে হাত দিয়ে টাকা হাতড়াতে থাকে । সেইসময় অভিজিৎবাবু ওই দম্পতিকে দোকান থেকে চলে যেতে বলেন । তারা বেরিয়ে গেলে টাকা হিসাব করতে শুরু করেন তিনি । 25 হাজার টাকার হিসাব পাননি । এরপরই ওই দম্পতির বিরুদ্ধে কোকওভেন থানায় অভিযোগ জানান ।

শুধু অভিজিৎ গুপ্তার দোকানেই এই ঘটনা ঘটেনি । এর আগে আরও দুটি দোকানে ওই দম্পতি টাকা হাতানোর চেষ্টা করেছিল । কিন্তু ব্যর্থ হয় । এরপরই অভিজিৎবাবুর দোকানে যায় তারা । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details