পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

চিড়িয়াখানায় ভিড়ে মিশে পকেটমারি, গ্রেপ্তার দম্পতি - পকেটমার

চোখ মুখ কিংবা পোশাক-আশাক দেখে কেউ সন্দেহ করবে না যে ওদের 'হাতযশ' এতটা ভালো । অভিযোগ, এই দু'জন মিশে যাচ্ছিল শহরের টুরিস্ট ডেস্টিনেশনগুলোয় । তারপর ভিড়ের সুযোগে দেদার হাতসাফাই ।

pickpocket
ধৃত দম্পতি

By

Published : Dec 31, 2019, 4:27 AM IST

কলকাতা, 31 ডিসেম্বর : আলিপুর চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় ৷ আর সেই ভিড়ে মিশে পকেটমারি ৷ এমনই এক দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ ৷

ভালো পোশাকে আর পাঁচজনের মতো এই দম্পতিও চিড়িয়াখানায় ঘোরাঘুরি করছিল ৷ দেখলে কে বলবে ওরা পকেটমার? বাড়ি যাদবপুরের গাঙ্গুলি বাগানে । বয়স দুজনেরই কুড়ি । একজনের নাম অভিষেক দত্ত ৷ অন্যজন রোশনি পান্ডে । সাধারণভাবে পকেটমারদের যে ছবি দেখতে মানুষ অভ্যস্ত, এরা তার ধারে কাছেও যায় না । চোখ মুখ কিংবা পোশাক-আশাক দেখে কেউ সন্দেহ করবে না যে ওদের 'হাতযশ' এতটা ভালো । অভিযোগ, এই দু'জন মিশে যাচ্ছিল শহরের টুরিস্ট ডেস্টিনেশনগুলোয় । তারপর ভিড়ের সুযোগে দেদার হাতসাফাই । পকেটমারির পরের মুহূর্তেই যদি কেউ বুঝতে পারেন, এই দুইজনকে কোনভাবেই ধরতে পারবেন না । কারণ, সন্দেহ হবে না । চেহারায় ভদ্রতার ছাপের এই সুযোগ নিয়েই চলছিল পকেটমারি । কিন্তু শেষ রক্ষা হল না ।

উদ্ধার হওয়া জিনিসপত্র

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সন্দেহ করেছিল আগে থেকেই । ভিড়ের সুযোগে চলবে হাতসাফাই । তাই গতকাল চিড়িয়াখানায় সাদা পোশাকে ভিড়ের মধ্যে মিশে যান ওয়াচ সেকশনের গোয়েন্দারাও । তাঁদের চোখে ধুলো দিতে পারেনি রোশনি বা অভিষেক । পুলিশ বমাল গ্রেপ্তার করে তাদের । উদ্ধার হয় ছটি লেডিজ় পার্স । এবং একটি মোবাইল ফোন । ফোনটি চুরির । পুলিশ ওই ফোনের মালিকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে । পুলিশ জানিয়েছে, এই দম্পতি স্বীকার করেছে তারা পকেটমারি করে । আজ তাদের আদালতে তোলা হবে ।

ABOUT THE AUTHOR

...view details