বর্ধমান, 5 এপ্রিল : সাড়ে 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত এলাকাবাসী। ওই ব্যক্তির নাম শেখ ডালিম। ঘটনাটি বর্ধমান শহরের রানিগঞ্জ এলাকার। আজ দুপুরে ওই শিশুর বাবা বর্ধমান থানায় শেখ ডালিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে মারধর
সাড়ে 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। এক ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত বাসিন্দারা।
ডালিম নামে ওই ব্যক্তি বর্ধমান শহরে রানিগঞ্জ বাজার এলাকায় রাস্তায় জুতো বিক্রি করে। শিশুটির বাবা মা সকালে কাজে বেরিয়ে গেলে ওই শিশুকে বেশ কয়েকদিন ধরে যৌন নির্যাতন করে ওই ব্যক্তি।
শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই বিষয়টি জানাজানি হয়। এরপরই স্থানীয় মানুষজন অভিযুক্তকে মারধর করে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিশুটির বাবা অভিযোগ করেন, তাদের বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী ডালিম তার মেয়েকে যৌন নির্যাতন করেছে।