পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

পাখি পাচারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি - Bangladeshi man

তিনটি খাঁচায় মোট 17টি বিদেশি প্রজাতির পাখি উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বনবিভাগ সূত্রে খবর, সীমান্তের ওপারে উদ্ধার হওয়া পাখিগুলোর মূল্য কয়েক লাখ টাকা।

smuggle birds
smuggle birds

By

Published : Nov 13, 2020, 11:06 PM IST

কলকাতা, 13 নভেম্বর : অবৈধভাবে বাংলাদেশে পাচারে চেষ্টা চলছিল বেশ কিছু পাখি। BSF-র তৎপরতায় সফল হল না সেই চেষ্টা। পাখি পাচারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি এক ব্যক্তিকে। উদ্ধার হয়েছে 17টি বিদেশি প্রজাতির পাখি। বনবিভাগ সূত্রে খবর, সীমান্তের ওপারে উদ্ধার হওয়া পাখিগুলোর মূল্য কয়েক লাখ টাকা।

সীমান্তরক্ষী বাহিনী সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণনগর সেক্টরের 81 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা রঙ্গিয়াপোতায় গতকাল রাতে অভিযান চালায়। সেই রাতে গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থানে যায় BSF-র ওই দল। সেখানে গিয়ে দেখা যায় এক ব্যক্তি বাংলাদেশে পাচারের জন্য তিনটি খাঁচায় মোট 17টি পাখি গ্রামে নিয়ে এসেছে। গ্রামবাসীরা ওই ব্যক্তিকে আটক করে। তারপরই ওই ব্যক্তিকে BSF-র হাতে তুলে দেয়। পাশাপাশি পাখিগুলো বাজেয়াপ্ত করেছে সীমান্তরক্ষী বাহিনী।

ধৃত ব্যক্তির নাম আজমত মুসারিফ(45)। বাংলাদেশের চৌডাঙ্গা জেলার বাসিন্দা। কিভাবে ওই ব্যক্তি ভারতে ঢুকল তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপশি উদ্ধার হওয়া পাখিগুলো কোথা থেকে ওই ব্যক্তি নিয়ে এসেছে তারও খোঁজ চালাচ্ছে BSF।

ABOUT THE AUTHOR

...view details