কলকাতা, 8 ফেব্রুয়ারি:জোড়াবাগানে 9 বছরের বালিকাকে যৌন হেনস্থা ও খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আর একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম রণবীর তাঁতি। তার বাড়ি বিহারে।
এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, ঘটনার দিন মূল অভিযুক্তের সঙ্গে এই ব্যক্তিও উপস্থিত ছিল। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েই দ্বিতীয় ব্যক্তির খোঁজ পেয়েছেন গোয়েন্দারা।
গত পাঁচই ফেব্রুয়ারি জোড়াবাগান থানা এলাকায় 9 বছরের নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় সংশ্লিষ্ট বাড়ির দারোয়ান রাম কুমারকে আগেই গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তাকে আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবেন গোয়েন্দারা।
আরও পড়ুন:জোড়াবাগান: শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হয়েই বালিকাকে টার্গেট অভিযুক্তের
জানা গিয়েছে, বাড়ির দারোয়ান রাম কুমারের বাড়ি ঝাড়খণ্ডে। কয়েক বছর আগে দারোয়ানের কাজ নিয়ে কলকাতায় আসে সে। তার শারীরিক পরীক্ষা করে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বালিকা খুনের দিন অত্যধিক মদ্যপান করেছিল রামকুমার। ঘটনাস্থান থেকে একটি মদের বোতলও উদ্ধার হয়েছে।