মালদা, 26 নভেম্বর : বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার হল 565 বোতল ফেনসিডিল । আর তা সহ BSF-র 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানের হাতে ধরা পড়ল এক যুবক । পাচারকারীকে আজ কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃতের নাম এনামূল হক ।
মালদায় 565 বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার 1 - 1 arrested with Phensedyl
গতকাল BSF জওয়ানের হাতে ধরা পড়ল ফেনসিডিল পাচারকারী । উদ্ধার হয়েছে 565 বোতল ফেনসিডিল ।
গতরাত পৌনে 12টা নাগাদ কালিয়াচকের শ্মশানি BOP এলাকায় কর্তব্যরত জওয়ানরা 7-8 জনকে কাঁটাতারের দিকে এগোতে দেখেন । তাঁদের আসতে দেখে প্লাস্টিকের ব্যাগ কাঁটাতারের দিকে ছুড়ে পালানোর চেষ্টা করে । তারপর তাড়া করে এক পাচারকারীকে আটক করেন জওয়ানরা । সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 5টি প্লাস্টিকের ব্যাগ । 125টি নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধার হয় ।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোপন ডেরার সন্ধান পায় পুলিশ । সেখান থেকে আরও 440 বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ । চলতি বছরে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা মোট 2 লাখ 65 হাজার 867 বোতল ফেনসিডিল উদ্ধার করেন ।