বহরমপুর, 27 জুলাই: কয়েকদিন আগে বাংলাদেশে পাচারের আগে মুর্শিদাবাদের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে কয়েক লাখ টাকার মাদক উদ্ধার হয়েছিল । আজ ভোরে ফের প্রায় এক লাখ টাকার নিষিদ্ধ ফেনসিডিল বাজেয়াপ্ত করল BSF।
মুর্শিদাবাদে পাচারের আগে উদ্ধার 1 লাখ টাকার ফেনসিডিল - Drug smuggling
ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় উদ্ধার হল এক লাখ টাকার নিষিদ্ধ ফেনসিডিল ।
বহরমপুর সেক্টরের BSF-র 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা কাফসিরাপের বোতলগুলি উদ্ধার করে কাকরামারি BOP এলাকা থেকে। তবে জওয়ানরা তাড়া করলে কাফসিরাপ ফেলে পালায় পাচারকারীরা । বাজেয়াপ্ত ফেনসিডিল সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ক্রমেই সাগরপাড়া থানা এলাকা পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠছে। পাচারকারীদের দৌরাত্ম্যে নাজেহাল হতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে। পাচারের কাজে ক্যারিয়ারদের মোটা টাকার লোভ দেখিয়ে ব্যবহার করা হচ্ছে। একশো বোতল নিষিদ্ধ ফেনসিডিল কাঁটাতারের ওপারে পৌঁছে দিতে পারলেই হাতে হাতে মিলছে 2 হাজার টাকা ।
আজ ভোরে কাঁটাতার এলাকায় পাচারকারীদের গতিবিধি দেখেই তাড়া করেন 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । পাঁচজন পাচারকারী পাঁচটা বস্তা ফেলে রেখেই পাট খেতে লুকিয়ে পড়ে । পাঁচটি বস্তা থেকে মোট 540 বোতল নিষিদ্ধ ফেনসিডিল বাজেয়াপ্ত করে BSF ।