কলকাতা, 25 অক্টোবর : ফের মাদকচক্রের পরদা ফাঁস করল কলকাতা পুলিশ । বহুদিন ধরেই কড়েয়া এলাকায় সক্রিয় এই মাদকচক্র । বিভিন্ন সূত্র মারফত খবর পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেল । তাদের তৎপরতায় গতকাল পরদা ফাঁস হয় চক্রের । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 মহিলাসহ 4 মাদক কারবারিকে ।
মাদকচক্রের পরদা ফাঁস কলকাতায়, 3 মহিলাসহ গ্রেপ্তার 4 - মাদকচক্র
টার্গেট করা হয় স্কুল-কলেজের পড়ুয়াদের । সঙ্গে মাদকাসক্তরা তো আছেই । কড়েয়া এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় এই চক্র । মোট চারটি দল । সেই দলের কিংপিনরা আমদানি করত গাঁজা । তারপর তা ভরা হত বিভিন্ন মাপের প্যাকেটে ।
টার্গেটে স্কুল-কলেজের পড়ুয়ারা । সঙ্গে মাদকাসক্তরা তো আছেই । কড়েয়া এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় এই চক্র । মোট চারটি দল । সেই দলের কিংপিনরা আমদানি করত গাঁজা । তারপর তা ভরা হত বিভিন্ন মাপের প্যাকেটে । গাঁজার সেই প্যাকেট বিক্রি করত চক্রের সঙ্গে থাকা বেশ কয়েকজন বিক্রেতা । তাদের টার্গেট স্কুল-কলেজের পড়ুয়ারা । বিভিন্ন সূত্র মারফত কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক সেল খবর পাচ্ছিল এই চক্রের । অবশেষে গতকাল চালানো হয় রেড । আর তাতেই গ্রেপ্তার করা হয় পার্ক সার্কাস মার্কেট কমপ্লেক্স এলাকার রশিদা বেগম (৩৫), বিবাদিবাগ এলাকার বাসিন্দা মিনা বিবি (৩৪), বউবাজার এলাকার সেলিনা বেগম (৪০) এবং তপসিয়া রোডের সচিন রায়কে । তাদের কাছে উদ্ধার হয়েছে 23 কেজি গাঁজা ।
লালবাজার সূত্রের খবর, এই চক্রের সঙ্গে জড়িয়ে আছে আরও বড় কোনও মাথা । গোয়েন্দাদের সন্দেহ তেমনই । তাদের খোঁজ চালানো হচ্ছে ।