মুরারই, 1 সেপ্টেম্বর : দুই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল মুরারই থানার পুলিশ ৷ ধৃতদের নাম নাজিম শেখ ও দিল মহম্মদ ৷ বাড়ি ঝাড়খণ্ডের মকদমপুরে ৷
মুরারইতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত 2 দুষ্কৃতী - বীরভূমে দু'জন দুষ্কৃতী গ্রেপ্তার
মুরারই থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ৷ ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও একটি চোরাই মোটর বাইক উদ্ধার হয়েছে ৷
![মুরারইতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত 2 দুষ্কৃতী 2-criminal-arrested-with-fire-arm-at-murarai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9004341-thumbnail-3x2-wb-bir.jpg)
মুরারাইতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 2 দুষ্কৃতী
গতরাতে মুরারই থানার রাজগ্রাম রেলগেটের কাছে বাইক নিয়ে তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের ৷ তাদের আটকে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে ৷ এরপর তাদের বেঁধে রেখে থানায় খবর দেন তাঁরা ৷
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে এসে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে ৷ ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শার্টার বন্দুক ও চোরাই মোটর বাইক উদ্ধার হয়েছে ৷ ওই দু'জনের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ৷