পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

1525 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত, গ্রেপ্তার এক বাংলাদেশি - 1525 PHENSEDYL seized

বাংলাদেশ পাচারের আগে 1525 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল BSF । গ্রেপ্তার করা হয়েছে একজনকে ।

PHENSEDYL
PHENSEDYL

By

Published : Oct 25, 2020, 10:02 PM IST

সাগরপাড়া, 25 অক্টোবর : বাংলাদেশ পাচারের আগে পৃথক দুটি ঘটনায় 1525 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত । এক বাংলাদেশি পাচারকারীকে গ্রেপ্তার করল BSF ।

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চরমুরসি থেকে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । রাজশাহির রানিহাট বাজারের বাসিন্দা ধৃতের নাম মহম্মদ বাক্কার আলি । বাক্কার আলিকে সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

সীমান্তে নজরদারি চালানোর সময় BSF-র নজরে আসে পাচারকারীরা । কাকমারি চির দিয়ে বাংলাদেশ পাচারের চেষ্টা করছিল পাচারকারী । BSF জওয়ান ধাওয়া করে 1320 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করে । যার মূল্য 2 লাখ 24 হাজার টাকা ।

প্রায় একই সময়ে চরমুরসি থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে BSF । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 195 বোতল নিষিদ্ধ কাফ শিরাপ । দুটি ঘটনায় মোট 1525 বোতল বাজেয়াপ্ত হয়েছে । ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details