কান (ফ্রান্স), 18 মে : তিন বছরের ব্যবধানে কানে ফিরল চলচ্চিত্র উৎসব ৷ ফিরল চেনা গমগমে পরিবেশটাও ৷ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে সবকিছু ঠিকই চলছিল ৷ কিন্তু হঠাতই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সারপ্রাইজ ভিডিও বদলে দিল আবহাওয়া (Volodymyr Zelensky made a surprise video address at Cannes) ৷ ভারী হয়ে উঠল কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ৷ চোখের কোণে জল নিয়ে ভিডিয়োবার্তায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন প্রেসিডেন্ট এদিন যা বললেন, শেষ হতেই উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানাল গোটা অডিটোরিয়াম ৷
গণতন্ত্র এবং স্বাধীনতার মূল্যবোধ সম্পর্কে মানুষকে সজাগ করতে চলচ্চিত্রের ক্ষমতা সম্পর্কে এদিন জেলেনস্কির ভাষণে শ্রোতার আসনে ছিলেন দীপিকা পাড়ুকোন, ইরানের চলচ্চিত্র পরিচালক আসঘর ফারহাদি, জুলিয়ান মুর, ইভা লাঙ্গোরিয়া, ডন হাডসনের মত ব্যক্তিত্ব ৷ ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, "আমার দেশে শ'য়ে শ'য়ে মানুষ মারা যাচ্ছে ৷ কিন্তু স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় নেই ৷"