নয়াদিল্লি, 22 নভেম্বর: পলাতক সংখ্যালঘু ধর্মগুরু জাকির নায়েক দেখা করলেন মুসলিম ভ্রাতৃত্বের নেতা ওমর আবদুল কাফির সঙ্গে ৷ তাঁর বিরুদ্ধে 2010 সালে স্টকহোম বোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ ভারত থেকে পালিয়ে বর্তমানে ইন্দোনেশিয়ায় আশ্রয় নিয়েছেন জাকির ৷ কাতারে তাঁকে ফিফা বিশ্বকাপের মঞ্চে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সেখানে যাওয়ার আগে কাফির সাক্ষাৎ করলেন নায়েক (Zakir Naik met Muslim Brotherhoods Omar Abdul Kafi) ৷
এই খবরটি টুইট করেছেন জাহাক তনভির (Zahack Tanveer) ৷ তিনি জানিয়েছেন, "কাতারে ফিফা বিশ্বকাপে পৌঁছনোর আগে জাকির নায়েক মুসলিম ব্রাদারহুডের ঘৃণাসূচক মন্তব্যকারী ওমর আবদুল-কাফির সঙ্গে দেখা করেছেন ৷ কাফি স্টকহোমে আত্মঘাতী বোমা হামলায় তৈমুর আবদুলওয়াহাবকে উৎসাহিত করেছিলেন ৷ এর আগে তিনি 9/11 (আমেরিকার টুইন টাওয়ারে হামলা) আক্রমণকে 'কমেডি ফিল্ম' বলে আখ্যা দিয়েছিল ৷ তিনি ইহুদিদের (eliminate #Jews) তাড়ানোর বাণী ছড়িয়েছিলেন ৷"
জাকির নায়েক ফিফা বিশ্বকাপে কাতারে যাবেন ধর্মীয় ভাষণ দিতে (Qatar inviting controversial Islamic preacher Zakir Naik) ৷ ফিফা বিশ্বকাপ চলাকালীন দোহায় (FIFA World Cup in Doha) তাঁর এই বক্তৃতাকে ভালো চোখে দেখছেন না বহু ভারতীয় ৷ 2017 সাল থেকে জাকির নায়েক মালয়েশিয়ায় নির্বাসনে রয়েছেন ৷ ভারতে ঘৃণাসূচক বক্তৃতা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা আর প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷