পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Rahul Over Odisha Train Accident: নিজেদের মুখরক্ষা করতে অন্যকে দোষ দেয় বিজেপি-আরএসএস, কটাক্ষ রাহুলের - they will pass the blame rahul gandhi

আরও একবার বিদেশের মাটি থেকে বিজেপি-আরএসএসকে বিঁধলেন রাহুল। এবার ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 5, 2023, 7:31 AM IST

Updated : Jun 5, 2023, 7:43 AM IST

নিউইর্য়ক, 5 জুন: মার্কিন মুলুক থেকে ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে বিজেপি-আরএসএসকে তীব্র আক্রমণ প্রাক্তন করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তাঁর মতে, ভবিষত্যের কথা না বলে বিজেপি-আরএসএস সব ব্যাপারেই অতীতের আশ্রয় নেয়। নিজেদের মুখরক্ষা করতে অন্য কারও উপর দোষ চাপায়। ভুল স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আদর্শে বিজেপি বিশ্বাস করে না বলে মনে করেন রাহুল।

দিন দশেকের জন্য আমেরিকায় এসেছেন রাজীব-তনয় । ইতিমধ্যেই একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভারতের গণতান্ত্রিক পরিস্থিতি থেকে শুরু করে একাধিক বিষয়ে বিজেপিকে বিঁধেছেন। পালটা বিদেশের মাটি থেকে দেশ সম্পর্কে এই ধরনের মন্তব্য করায় রাহুলকে লাগাতার নিশানা করে চলেছে বিজেপি। এমনই আবহে নিউইর্য়কে স্থানীয় সময় রবিরাব অনাবাসি ভারতীয়দের সঙ্গে একটি আলোচনাসভায় যোগ দেন রাহুল । সেখানে ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতাও পালিত হয়।

নিজের ভাষণে একাধিক প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাহুল। কংগ্রেস আমলে হওয়া একটি ট্রেন দুর্ঘটনার উল্লেখ করেন রাহুল। কোন দুর্ঘটনা তা অবশ্য স্পষ্ট করেননি মোদি-পদবী বিতর্কে সাংসদ পদ খোয়ানো নেতা। তিনি বলেন, "আমার মনে আছে, কংগ্রেস ক্ষমতায় থাকার সময় একটা দুর্ঘটনা হয়েছিল। তখন কংগ্রেস দুর্ঘটনার জন্য ব্রিটিশ আমলকে দোষ দেয়নি। বলেনি ব্রিটিশদের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা। দায় নিয়ে সংশ্লিষ্টং মন্ত্রী পদত্যাগ করেছিলেন।" সংশ্লিষ্ট মন্ত্রীর নামও উল্লেখ করেননি রাহুল। এরপরই তাঁর কটাক্ষ দোষ স্বীকার করে নেওয়ার আদর্শেই বিজেপি বিশ্বাস করে না।

আরও পড়ুন: বৈষ্ণবের পদত্যাগ দাবি কংগ্রেসের, বিজেপি মনে করাল নীতীশ-লালু-মমতার আমলের কথা

এরপর সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেন রাহুল। দেশ পরিচালনার বিষয়টিকে গাড়ি চালানোর সঙ্গে তুলনা করে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন "প্রধানমন্ত্রী পিছনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন,আর ভাবছেন গাড়ি সামনের দিকে এগোচ্ছে না কেন!" ভাষণে অন্য একটি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারতে এখন দুটি আদর্শের সংঘাত দেখা দিয়েছে। তার একদিকে আছেন, মহত্মা গান্ধি আর অন্যদিকে আছেন নাথুরাম গড়সে। এছাড়া নিজের ভাষণে অনাবাসি ভারতীয়দের একাধিকবার প্রশংসা করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর মতে দেশের উন্নয়নে অনাবাসি ভারতীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন।

Last Updated : Jun 5, 2023, 7:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details