সময়টা 50 খ্রিস্টপূর্ব । রোম সম্রাট আদিবাসী গলদের পুরো এলাকাটাই প্রায় দখল করে নিয়েছিল । প্রায়, কারণ একটা ছোট্ট গ্রামকে কিছুতেই কবজা করতে পারছে না বিশাল সৈন্যবাহিনী । সেখানে আছে অ্যাসটেরিক্স, ওবেলিক্স, পুরোহিত গেটাফিক্স আরও সব সাহসী, অদ্ভুত আর বর্ণময় মানুষেরা ৷ সবার বিপদে ভরসা খুদে অ্যাসটেরিক্স ৷ সে যেখানে, বিশাল-বপু ওবেলিক্সও সেখানে ৷ দু'জনে বন্ধু যে ! 1959 সালে উদেরজোর আঁকা কার্টুন আর গসিনির গল্পে আত্মপ্রকাশ 'অ্যাসটেরিক্স দ্য গল'-এর ৷ ওই গ্রামের প্রধান ভাইটালস্ট্যাটিসটিক্স ৷ তাঁর একটাই ভয়- আকাশটা যেন মাথায় ভেঙে না পড়ে ! হ্যাঁ, 2022 সালের শেষে এসে এটাই মনে হয়- এবার বোধহয় আকাশটা ভেঙে পড়া বাকি ! কী ঘটেনি ? একবিংশ শতাব্দীর ডিজিটাল দুনিয়ায় অ্যাসটেরিক্স-ওবেলিক্স-গেটাফিক্স বনাম রোম প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukrain War)
24 ফেব্রুয়ারি, 2022 ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করলেন ৷ তারপরেই কৃষ্ণসাগরের গাঁ ঘেঁষে থাকা ছোট্ট ইউক্রেনে আছড়ে পড়ল বোমা ৷ সেই শুরু যুদ্ধের ।
ফেরা যাক নব্বইয়ের দশকের প্রথম দিকে। 1991 সাল, 25 ডিসেম্বর ৷ ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশালিস্ট রিপাবলিক (Union of Soviet Socialist Republics) ভেঙে 15টি টুকরো হল । দেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তথা সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ (Mikhail Gorbachev) পদত্যাগ করলেন ৷ রাশিয়াবাসীকে জানালেন, নেই সোভিয়েত ইউনিয়ন, জন্ম নিয়েছে রাশিয়ান ফেডারেশন (Russian Federation) বা রাশিয়া ৷ সেদিন অর্ধনমিত রাখা হল ইউএসএসআর-এর পতাকা । উড়ল সাদা-নীল-লালে নবজাতক রাশিয়া ৷ সেদিন টুকরো দেশগুলির মধ্য়ে ছিল ইউক্রেন । সে সময় ভ্লাদিমির পুতিন কেজিবি গোয়েন্দা ছিলেন ৷ তাঁকে খাবার জোগাড় করতে ট্যাক্সি চালাতে হয়েছে । কিন্তু লেনিন-স্তালিনের বহু সংগ্রামের সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়াটা বোধহয় মেনে নিতে পারেননি তিনি । 24 ফেব্রুয়ারি তাঁর বৃক্তৃতায় সে কথা ছিল ।
আর যুদ্ধটা কিছুটা ইউরোপ, আমেরিকা বনাম রাশিয়া । ইউরোপিয় দেশগুলির রক্ষাকর্তা ন্যাটো গোষ্ঠী তার সৈন্যসামন্ত নিয়ে ক্রমশ পূর্ব দিকে এগিয়ে পোল্যান্ড পর্যন্ত চলে এসেছে । ইউক্রেনও চাইছে রাশিয়ার হাত থেকে রেহাই পেতে । পাশে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । আর এতেই চটেছেন প্রেসিডেন্ট পুতিন ৷ 24 তারিখ ক্রেমলিন থেকে তিনি বার্তা দিলেন, ইউক্রেনকে সামরিক শক্তি এবং নাজি মুক্ত করতে চান তিনি । যুদ্ধ চলছে । ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ইউক্রেন । হাল ছাড়েননি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নায়ক ভোলোদিমির জেলেনস্কি । তবে নাকি, পুতিন এবার ইউক্রেনের সঙ্গে সমঝোতা চান । আজ এই লেখা প্রকাশিত হওয়ার সময় 307তম দিন । এর মধ্যে 30 অগস্ট প্রয়াত হন সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনায়ক মিখাইল গর্বাচেভ (Mikhail Gorbachev Demise) ।
- শ্রীলঙ্কা, অর্থনীতি আর রাজনীতি (Sri Lanka Economic Crisis)
দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ৷ সদ্য মে মাসে সিংহাসনে বসেছেন তিনি ৷ কোভিড ও তার পরবর্তী সময় থেকে দেশের অর্থনীতি ধুঁকছিল ৷ 2019 সালে ইস্টারের পরে শ্রীলঙ্কার চার্চ আর হোটেলে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান 290 জন । এতে পর্যটন-নির্ভর শ্রীলঙ্কার অর্থনীতি বেশ খানিকটা ধাক্কা খায় ৷ তারপর কোভিডকাল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ । দেশে বিদেশি মুদ্রার আনাগোনা বন্ধের মুখে । তার উপর চিন-বিশ্বব্যাঙ্কের কাছে বিপুল দেনা । এর সঙ্গে নাকি দুই রাজাপক্ষে ভাইয়ের দুর্নীতি । সব মিলিয়ে দেউলে হয়ে গিয়েছে শ্রীলঙ্কার সরকার ।
দিনের পর দিন জ্বালানি, রেশনের জন্য লম্বা লাইনে অপেক্ষা করছেন জনসাধারণ ৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া ৷ এতে ক্ষেপে উঠল বিরোধীরা । দ্বীপরাষ্ট্রটির রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট (অধুনা প্রাক্তন) গোতাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapaksa) বাড়ির সামনে বিক্ষুব্ধ জনতার আন্দোলন, প্রশাসনের গুলি চালানোর নির্দেশ- সব মিলিয়ে অশান্ত ভারত মহাসাগারের দ্বীপরাষ্ট্র ৷ পরিস্থিতির চাপে দাদা প্রেসিডেন্ট গোতাবায়া ভাই মাহিন্দাকে প্রধানমন্ত্রী পদ থেক সরিয়ে দিলেন । তারপরই প্রধানমন্ত্রী হন বিক্রমাসিংহে । পরে গোতাবায়া রাজাপক্ষেও ইস্তফা দেন, পালিয়ে যান দেশ ছেড়ে ৷ পরে অবশ্য ফিরে এসেছেন ৷
- শিনজো আবে (Shinzo Abe Assassination)
8 জুলাই, শুক্রবার, দক্ষিণ জাপানের নারা শহর (Nara, South Japan) । আসন্ন সংসদীয় নির্বাচনী প্রচারে একটি স্টেশনের বাইরে বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে । হঠাৎ মাটিতে পড়ে গেলেন তিনি। রক্তে ভিজে গিয়েছে সাদা শার্ট ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, খুব হালকা একটা শব্দ কানে এসেছিল । তাঁকে পিছন দিক থেকে দু-দুবার গুলি করে প্রাক্তন নৌসেনা কর্মী তেতসুয়া ইয়ামাগামি (Tetsuya Yamagami, 41) । হাসপাতালে নিয়ে গেলে 5 ঘণ্টার লড়াইয়ের পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা । 67 বছর বয়সি শিনজো আবে তাঁর 'আবেইকোনমিক্স'-এর (Abe Economic Policy) জন্য বিখ্যাত । 2006-07 এবং 2012-20 সময়কাল জাপানের প্রধানমন্ত্রী ছিলেন আবে ৷ তেতসুয়ার মা তাঁর সব সঞ্চয় কোনও এক ধর্মসংগঠনের ধর্মগুরুকে দান করে দেউলে হয়ে গিয়েছিলেন । আর সেই ধর্মীয় সংগঠনের সঙ্গে নাকি যোগাযোগ ছিল শিনজো আবের । সেই ক্ষোভে হাতে বানানো বন্দুক দিয়ে আবেকে হত্যা করেন তেতসুয়া ।
- সলমন রুশদি ও শয়তান (Salman Rushdie and The Satanic Verses)
34 বছর পরে শোধ নিল ফতোয়া । 12 অগস্ট, নিউ ইয়র্কের শতৌক ইনস্টিটিউশনের (Chautauqua Institution) সাহিত্য আলোচনাসভা মঞ্চে বক্তৃতা দিতে উঠেছেন সলমন রুশদি । এক যুবক মঞ্চে তাঁর দিকে এগিয়ে এসে আচমকা কয়েক মুহূর্তের মধ্যে 10-15 বার তাঁর পেটে আর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকে ৷ গুরুতর জখম অবস্থায় সঙ্গে সঙ্গে হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয় লেখককে । আক্রমণকারী যুবকের নাম হাদি মাতার, বয়স 24 ৷
1988 সালের সেপ্টেম্বরে প্রকাশিত স্যাটানিক ভার্সেস-এর (The Satanic Verses) মাত্র দুটি পৃষ্ঠা নাকি পড়েছিলেন নিউ জার্সির বাসিন্দা মাতার । বিতর্কিত উপন্যাসটি প্রকাশের পরে তা প্রথম নিষিদ্ধ হয় ভারতে । ইরানের মুসলিম ধর্মগুরু আয়াতোল্লাহ খোমেইনি (Ayatollah Ruhollah Khomeini) সলমনকে হত্যার কথা ঘোষণা করেন । ভারতীয় বংশোদ্ভূত সলমন রুশদি দীর্ঘসময় আত্মগোপন করেছিলেন ৷ মিডনাইটস চিলড্রেনের (Midnight's Children) লেখকের মাথার দাম উঠেছিল 3 লক্ষ মিলিয়ন অর্থাৎ তিরিশ লক্ষ মার্কিন ডলার ৷ যাইহোক, আপাতত সুস্থ 75 বছর বয়সি লেখক ৷ তবে বুকারজয়ী রুশদির একটি চোখ নষ্ট হয়েছে, একটি হাত দিয়ে কোনও কাজ করতে পারবেন না । সামাজিক মাধ্যমে ফিরেছেন সলমন। আবারও অনুরাগীদের জন্য ছোট গল্প লিখতে শুরু করেছেন ।
আরও পড়ুন: রাজনীতি থেকে দুর্নীতি, বাইশে রাজ্যের সেরা বারো
- প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II Demise)
8 সেপ্টেম্বর, 2022 । বালমোরাল প্রাসাদ, স্কটল্যান্ড ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) ৷ 1962 সালের 21 এপ্রিল লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহণ করেন এলিজাবেথ আলেক্সজান্ডার মেরি উইন্ডসর (Elizabeth Alexandra Mary Windsor) । 1952 সালে সিংহাসনে আরোহণ । সেই থেকে 2022- দীর্ঘ 70 বছর ব্রিটিশ মসনদে আসীন রানি । ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথই সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছেন । উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে (St. George Chapel in Windsor Castle) স্বামী ফিলিপের পাশে শায়িত রাখা হয়েছে রানিকে ৷ 2023 সালের 6 মে, ওয়েস্টমিনস্টার অ্যাবে-তে (Westminster Abbey) রাজা তৃতীয় চার্লসের অভিষেক হবে ।
- ব্রিটেনের অশ্বেতাঙ্গ-কনিষ্ঠ প্রধানমন্ত্রী(Rishi Sunak, British Prime Minister)
কোভিডকালে দেশে লকডাউন ৷ এদিকে প্রধানমন্ত্রী (অধুনা প্রাক্তন) বরিস জনসন তাঁর বাড়িতে জমিয়ে পার্টি করছেন । সেটাই কাল হল মন্ত্রিমশাইয়ের । এবছরের 5 সেপ্টেম্বর তাঁকে হঠিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস (Liz Truss) । কিন্তু মন্ত্রিত্বের শুরুতেই তাঁর অর্থনৈতিক নীতি নিয়ে বিতর্ক তৈরি হয় । মাত্র 45 দিন পর ইস্তফা দেন ট্রাস । এরপর ?
ব্রিটেনে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে ট্রাসের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছিলেন আরেকজন ৷ প্রথমবার লিজ তাঁকে হারিয়েছিলেন ৷ এবার 25 অক্টোবর কনজারভেটিভ পার্টির নেতা মাত্র 42 বছরের ঋষি সুনাক (Rishi Sunak) প্রধানমন্ত্রী হলেন । 25 অক্টোবর তিনি বাকিংহ্যাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন এবং রাজা তাঁকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন । তিনি দেশের প্রথম অশ্বেতাঙ্গ এবং কনিষ্ঠতম প্রধানমন্ত্রী । প্রসঙ্গত, ইনফোসিসের কর্ণধার এনআর নারায়ণ মূর্তির মেয়ে আক্ষাতাকে (Akshata Murty, daughter founder of Infosys, NR Narayana Murthy) বিয়ে করেছেন ঋষি । ভারতের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক ৷
- শি জিংপিন (Xi Jinping)