ওয়াশিংটন, 23 মার্চ:রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের পুনরুদ্ধার এবং পুনর্গঠনে (Cost of Rebuilding Ukraine) আগামী এক দশকেরও বেশি সময় ধরে 411 বিলিয়ন মার্কিন ডলার খরচ পড়বে ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 3 লক্ষ কোটি টাকারও বেশি ৷ এর মধ্যে শুধুমাত্র যুদ্ধের কারণে হওয়া ধ্বংসস্তুপ পরিষ্কার করার খরচই পড়বে 5 বিলিয়ন মার্কিন ডলার । বুধবার বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে ৷
সেই প্রতিবেদনে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কিছু তথ্যও বিশদে দেওয়া রয়েছে ৷ বলা হয়েছে যে, যুদ্ধে কমপক্ষে 9,655 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এর মধ্যে 461টি শিশু ৷ প্রায় 2 মিলিয়ন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পাঁচটি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে একটির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 650টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা লুট করা হয়েছে ।
সর্বোপরি বিশ্বব্যাংক এ পর্যন্ত বহুতল এবং পরিকাঠামোর প্রত্যক্ষ ক্ষতির জন্য খরচ 135 বিলিয়ন মার্কিন ডলার হবে বলে মনে করছে ৷ তবে বিস্তৃত ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি এখনও গণনা করা হয়নি । ইউক্রেনীয় বাহিনী পরাক্রমের সঙ্গে প্রতিরক্ষা না করলে ক্ষতি আরও বেশি হত বলে জানিয়েছে বিশ্বব্যাংক ৷ ইউরোপ ও মধ্য এশিয়ার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আনা বজেরদে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এ কথা উল্লেখ করেছেন । তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ডোনেটস্ক, খারকিভ, লুহানস্ক এবং খেরসনে ৷