দুবাই, 31 অগস্ট: সোশাল মিডিয়ায় কার্যকলাপের মাধ্যমে দেশের ক্ষতি করার অভিযোগে এক মহিলাকে 45 বছরের কারাদণ্ড দিল সৌদি আরবের আদালত (Woman Sentence 45 years Imprisonment) ৷ বুধবার ওই আদালতের প্রকাশিত নথি থেকে এমনটাই জানা গিয়েছে ৷ সৌদি আরবে (Saudi Arabia) অগস্ট মাসে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল ৷ মহিলার নাম নুরাহ বিনতে সাইদ আল-কাহতানি ৷
নুরাহ বিনতে সাইদ আল-কাহতানি সম্পর্কে খুব কমই জানা যায়, যিনি সৌদি আরবের অন্যতম বৃহত্তম উপজাতি থেকে এসেছেন এবং কোনওরকম আন্দোলনের সঙ্গে তাঁর যোগাযোগ পাওয়া যায়নি ৷ তাঁর সোশাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত মামলার যে চার্জশিট তৈরি করা হয়েছিল, তা সংবাদ সংস্থা এপি এবং মানবাধিকার সংগঠনগুলি দেখার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল ৷ কিন্তু, এ নিয়ে সৌদি আরব প্রশাসন কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি ৷