পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas War Effect: ইজরায়েল-হামাস যুদ্ধ! আমেরিকায় গাড়ি চালিয়ে স্কুল ভাঙার অভিযোগ মহিলার বিরুদ্ধে

প্রতিদিনই ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের খবর দেখছেন তিনি ৷ এসব দেখতে দেখতেই পরিকল্পনা করেছিলেন ইজরায়েলি স্কুলটি ভেঙে দেবেন ৷ সেই অনুযায়ী স্কুল বাড়িটিতে গাড়ি চালিয়ে ঢুকে পড়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷

ETV Bharat
ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধ

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 2:18 PM IST

ইন্ডিয়ানাপোলিস, 7 নভেম্বর: স্কুলবাড়ি ভেঙে গাড়ি চালিয়ে ঢুকে পড়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংবাদমাধ্যমে ইজরায়েল-হামাস যুদ্ধ দেখে তিনি এমন কাজ করেছেন ৷ গত শুক্রবার ঘটনাটি ঘটেছে আমেরিকার ইন্ডিয়ানাপোলিসে ৷ ঘটনাস্থলেই তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

7 অক্টোবর, শনিবার ভোরে হামাস গোষ্ঠী অতর্কিতে ইজরায়েলে হামলা চালায় ৷ এরপর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷ সেই যুদ্ধ এখনও চলছে ৷ জানা গিয়েছে, ওই মহিলা সংবাদমাধ্যমে ইজরায়েল-হামাস যুদ্ধের খবর, দৃশ্য দেখে উত্তেজিত হয়ে এমন কাজ করেছেন ৷ তিনি নিশ্চিত ছিলেন, ওই বাড়িতে ইজরায়েলের স্কুল রয়েছে ৷ তারপর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গাড়ি নিয়ে স্কুলে ধাক্কা মেরে ঢুকে পড়েন বলে অভিযোগ ৷

পুলিশ সূত্রে খবর, একজন প্রাপ্তবয়স্ক এবং 4 জন শিশু ওই সময় স্কুলের মধ্যে ছিলেন ৷ শিশুদের একজনের বয়স 7 মাস, আর বাকিদের 1 বছর, 2 বছর ও 3 বছর ৷ তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ শুক্রবার ওই ঘটনার পরপরই পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ৷ সোমবার তাঁকে সরকারি আইনজীবীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ৷

অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, তিনি ইজরায়েল-হামাস যুদ্ধের খবর দেখছিলেন ৷ কিন্তু সেইসব দৃশ্য দেখতে দেখতে তাঁর দম আটকে আসছিল ৷ স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মহিলা বলেন, "আমি বেশ কয়েকবার ওই স্কুলের পাশ দিয়ে যাতায়াত করেছি ৷ আমি যা করেছি তা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ৷ ওই স্কুলটি আসলে একটি চরমপন্থী হিব্রু ইজরায়েলি সংগঠনের সঙ্গে যুক্ত ৷ ওই সংগঠনকে 'হেট গ্রুপ' বা ঘৃণ্য দল বলে অভিহিত করেছে একটি আইনি সংগঠন ৷ এই সংগঠনের আদর্শ ইহুদি-বিদ্বেষী, শ্বেত বর্ণের সম্প্রদায়ের বিরোধী, এলজিবিটিকিউ বিরোধী, নারীবিদ্বেষী ৷ 1960 সাল থেকে ওই দলটি এরকমই রয়েছে ৷"

অভিযুক্ত মহিলা নিজেই পুলিশের কাছে স্বীকার করেছেন, ইজরায়েল হামাসের উপর আক্রমণ চালানোর ঘটনা তিনি সংবাদমাধ্যমে দেখেছেন ৷ তারপর তিনি ওই বাড়িটি ভেঙে দেওয়ার পরিকল্পনা করেন ৷ এর ফলে তাঁর গাড়িটিরও ক্ষতি হয়েছে ৷ ইজরায়েলের স্কুল সূত্রে খবর, বাড়ির একেবারে নীচের দিকে প্রভূত ক্ষতি হয়েছে ৷ সেই সময় স্কুলে ক্লাস হচ্ছিল ৷ স্কুলের মধ্যে যাঁরা ছিলেন, তাঁরা স্তম্ভিত হয়ে যান ৷

আরও পড়ুন: গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা, সাময়িক যুদ্ধবিরতির ডাককে প্রত্যাখান নেতানিয়াহুর

ABOUT THE AUTHOR

...view details