পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কিম ইয়ো জংয়ের - North Korea

দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক শেষ করার এটাই উপযুক্ত সময়, এমনই হুঁশিয়ারি দিলেন কিম জং উনের বোন কিম ইয়ো জং।

Kim Jong Un
Kim Jong Un

By

Published : Jun 15, 2020, 1:04 PM IST

সেওল, 14 জুন:দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। শনিবার এক বিবৃতি দিয়ে তিনি বলেন, “ আমি মনে করি দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক শেষ করার এটাই উপযুক্ত সময়। আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী পদক্ষেপ নেব।” এদিন তিনি আরও বলেন, “শত্রুবধের জন্য গঠিত সশস্ত্র বাহিনীকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। আমাদের দল ও রাষ্ট্রের এতে মত রয়েছে।”

ঠিক কী পদক্ষেপ নেওয়া হবে উত্তর কোরিয়ার তরফে, সে বিষয়ে এখনও কোনোও আভাস দেননি কিম ইয়ো জং। তবে, উত্তর কোরিয়ার বর্ডার শহর ক্যাসংয়ের যৌথ যোগাযোগ অফিস ধ্বংসের হুমকি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে এদিন তিনি জানান, “ খুব অল্প সময়ের মধ্যে উত্তর-দক্ষিণ কোরিয়ার মধ্যে যোগাযোগ স্থাপন করা অফিস ভেঙে পড়ার দৃশ্য দেখা যাবে।”

উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর কোরিয়ার তরফে অভিযোগ তোলা হয়, দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেওয়া উত্তর কোরিয়ার দেশত্যাগীরা বেলুনের মাধ্যমে নিয়মিত কিম উন জংয়ের সরকার বিরোধী লিফলেট পাঠাচ্ছে। বার বার এই বিষয়ে আপত্তির কথা জানানো হলেও কোনও ফল মেলেনি বলেই দাবি করা হয় উত্তর কোরিয়ার তরফে।

এই প্রসঙ্গে এদিন কিং ইয়ো জং বলেন, “তারা কী করছে এটা তাদের বোঝানো এখন খুব প্রয়োজন।”

ABOUT THE AUTHOR

...view details