লস অ্যাঞ্জেলেস, 2 এপ্রিল : ইস্তফা দিলেন উইল স্মিথ ৷ শুক্রবার একটি বিবৃতিতে অস্কারপ্রাপক তারকা জানিয়েছেন, তিনি অস্কার আয়োজক সংস্থা 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস এবং সায়েন্সেস' (Academy of Motion Picture Arts and Sciences) থেকে পদত্যাগ করছেন অর্থাৎ তিনি ভবিষ্যতে কোনও অস্কার-এর জন্য ভোট দিতে পারবেন না ৷ গত সপ্তাহে অস্কার অনুষ্ঠানে ক্রিস রককে চড় মারা নিয়ে তাঁকে ঘিরে জোর বিতর্ক তৈরি হয় ৷ এমনকি আকাদেমি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়াও শুরু করেছে ৷ অতঃপর প্রথমবার সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেও আকাদেমি থেকে বিদায় নিলেন 'কিং রিচার্ড'-এর নায়ক (Will Smith resigns from the Academy for slapping Chris Rock at the Oscars) ৷
শুক্রবার বিকেলে একটি বিবৃতি প্রকাশ করে উইল স্মিথ জানান, "আমার ব্যবহারের সম্পূর্ণ দায় এবং তার ফল স্বীকার করে নিচ্ছি আমি ৷ 94তম অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানে আমি যা করেছি, তা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ৷ এর জন্য কোনও কারণই যথেষ্ট নয় ৷" অভিনেতার ইস্তফা দেওয়া প্রসঙ্গে আকাদেমির সভাপতি ডেভিড রুবিন বলেন, "আমরা স্মিথের বিরুদ্ধে আমাদের শাস্তিমূলক প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাব ৷ তিনি আকাদেমির স্ট্যান্ডার্ড অফ কনডাক্ট লঙ্ঘন করেছেন ৷ 18 এপ্রিল ফের বোর্ডের বৈঠক আছে ৷" 'ইন্ডিপেনডেন্স ডে'-র নায়কের ইস্তফাপত্র গ্রহণ করেছেন সভাপতি ৷ উইল স্মিথ তাঁর বিবৃতিতে সংস্থার আস্থা হারানোর কথা জানিয়ে লিখেছেন, "আমি আকাদেমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি ৷ আমি অন্য নমিনি এবং পুরস্কারপ্রাপকদের বঞ্চিত করেছি ৷ তাঁরা তাঁদের অনবদ্য কাজের জন্য পুরস্কার পেয়েছেন এবং তা উদযাপন করছিলেন সেই রাতে ৷" এই ঘটনা তাঁর কাছে হৃদয়বিদারক ৷
আরও পড়ুন : Will Smith slaps Chris Rock : অস্কারের মঞ্চে উঠে ক্রিস রককে কষিয়ে চড় উইল স্মিথের, ভিডিয়ো ভাইরাল