ইসলামাবাদ, 26 মার্চ : পাকিস্তানে রাজনৈতিক সংকট চরমে (Pakistan Political Crisis) ৷ ভারতের প্রতিবেশী এই দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের (Pakistan Prime Minister Imran Khan) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে ৷ কিন্তু তার আগেই কি পদত্যাগ করবেন ইমরান খান (Will Imran Khan Resign Tomorrow) ? শনিবার আচমকাই এই জল্পনা তৈরি হয়েছে ৷
এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি ইউটিউব চ্যানেলটির (Pakistan Prime Minister's Official Youtube Channel) নাম পরিবর্তন করা হয়েছে ৷ তার পর থেকেই এই জল্পনা শুরু হয়েছে ৷ আগামিকাল, রবিবার ইসলামাবাদে একটি সমাবেশের ডাক দিয়েছেন ইমরান ৷ অনুমান করা হচ্ছে যে সেখানেই তিনি পদত্যাগের ঘোষণা করবেন ৷ বিরোধীরা ইমরান খানের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে ৷ সেই অভিযোগেই ইমরানের সরকারকে অনাস্থা প্রস্তাবে হারাতে চায় বিরোধীরা ৷ এই নিয়ে রীতিমতো চাপে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক ৷ তার উপর তাঁর দলের 50 জন মন্ত্রীর কোনও খোঁজ নেই ৷