পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Youtube New CEO Neel Mohan: ইউটিউবের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন, জানুন তাঁর পরিচয়-বেতন

ইউটিউবের সিইও পদ থেকে পদত্যাগ করেছেন সুসান ওয়াজসিকি । এ বার সেই দায়িত্ব উঠেছে নীল মোহনের কাঁধে । ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন (Youtube New CEO Neel Mohan) ইউটিউবের নতুন সিইও এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন । আসুন জেনে নিই কে এই নীল মোহন ।

Neel Mohan ETV Bharat
নীল মোহন

By

Published : Feb 17, 2023, 12:51 PM IST

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: ইউটিউবের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হচ্ছেন ভারতীয়-আমেরিকান নীল মোহন (Youtube New CEO Neel Mohan)৷ সুসান ওয়াজসিকির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি ৷ বৃহস্পতিবার সুসান ঘোষণা করেন যে, তিনি তাঁর পদ থেকে সরে যাচ্ছেন । এ বার পরিবার ও নিজস্ব কাজেই মন দিতে চান 54 বছরের সুসান ৷ 25 বছর ধরে ইউটিউবের সিইও ছিলেন তিনি । এ বার তাঁর সেই দায়িত্ব সামলাবেন নীল মোহন ৷

ফের শীর্ষে ভারতীয়: যে সংস্থাগুলির প্রভাব বিশ্বজুড়ে সর্বাধিক, সে রকম আরও একটি সংস্থার মাথায় ফের এক ভারতীয় ৷ মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা, অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইয়ের পর তালিকায় এ বার জুড়ল আরও এক নাম ৷ ইন্দ্রা নুয়ী 2018 সালে পদত্যাগ করার আগে 12 বছর পেপসিকোর সিইও হিসাবে কাজ করেছেন ।

কে এই নীল মোহন ?নীল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন । তিনি তাঁর পূর্বসূরী সুসান ওজসিকির দীর্ঘদিনের সহকর্মী ৷ দুজনেই ডবলক্লিক অধিগ্রহণের মাধ্যমে 2007 সালে গুগলে (Google)-এ যোগ দেন । নীল মোহন 2008 সালে ইউটিউবে যোগ দেন এবং 2013 সালে কোম্পানি তাঁকে 544 কোটি টাকা বোনাস অফার করে ।

আরও পড়ুন:ভারত তাঁর অন্তরের গভীরে রয়েছে, সাক্ষাৎকারে আবেগপ্রবণ গুগল কর্তা

এরপর 2015 সালে ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে নিযুক্ত হন নীল মোহন । যাঁর অধীনে তিনি ইউটিউব শর্টস, মিউজিক এবং সাবস্ক্রিপশন বাড়ানোর দিকে মনোযোগ দেন । পূর্বে মোহন মাইক্রোসফ্টের সঙ্গে কাজ করেছেন এবং স্টিচ ফিক্স, জিনোমিক্স এবং বায়োটেকনোলজি কোম্পানি 23andMe.5-এর বোর্ড সদস্য ছিলেন তিনি ।

পূর্বসূরীকে ধন্যবাদ জানান নীল: নতুন পদ পাওয়ার পর নীল মোহন টুইট করে ধন্যবাদ জানিয়েছেন সুসান ওজসিকিকে । তিনি লিখেছেন যে, "বছরের পর বছর ধরে আপনার সঙ্গে কাজ করায় একটা ভালো অভিজ্ঞতা হয়েছে । আপনি ইউটিউবকে স্রষ্টা এবং দর্শকদের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করেছেন । আমি এই কাজ এবং মিশন চালিয়ে যেতে প্রস্তুত ৷ পরবর্তীতে কী হবে, তার জন্য অপেক্ষা করছি...৷"

বিশাল বোনাস দিল গুগল: নীল মোহন চলতি বছরে গুগলে আনুমানিক 7 বিলিয়ন ডলার আয় করার পূর্বাভাস দিয়েছেন । ফার্স্টপোস্টের খবর অনুযায়ী, টুইটার একটি ভালো পদ অফার করেছিল তাঁকে ৷ তাঁকে সেই পদে যাওয়া থেকে বিরত করতে, 100 মিলিয়ন ডলারের বিশাল বোনাস দিয়েছে গুগল ৷ ভারতীয় মুদ্রায় যার বর্তমান মূল্য 828 কোটি টাকারও বেশি ।

ABOUT THE AUTHOR

...view details