নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: ইউটিউবের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হচ্ছেন ভারতীয়-আমেরিকান নীল মোহন (Youtube New CEO Neel Mohan)৷ সুসান ওয়াজসিকির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি ৷ বৃহস্পতিবার সুসান ঘোষণা করেন যে, তিনি তাঁর পদ থেকে সরে যাচ্ছেন । এ বার পরিবার ও নিজস্ব কাজেই মন দিতে চান 54 বছরের সুসান ৷ 25 বছর ধরে ইউটিউবের সিইও ছিলেন তিনি । এ বার তাঁর সেই দায়িত্ব সামলাবেন নীল মোহন ৷
ফের শীর্ষে ভারতীয়: যে সংস্থাগুলির প্রভাব বিশ্বজুড়ে সর্বাধিক, সে রকম আরও একটি সংস্থার মাথায় ফের এক ভারতীয় ৷ মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা, অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইয়ের পর তালিকায় এ বার জুড়ল আরও এক নাম ৷ ইন্দ্রা নুয়ী 2018 সালে পদত্যাগ করার আগে 12 বছর পেপসিকোর সিইও হিসাবে কাজ করেছেন ।
কে এই নীল মোহন ?নীল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন । তিনি তাঁর পূর্বসূরী সুসান ওজসিকির দীর্ঘদিনের সহকর্মী ৷ দুজনেই ডবলক্লিক অধিগ্রহণের মাধ্যমে 2007 সালে গুগলে (Google)-এ যোগ দেন । নীল মোহন 2008 সালে ইউটিউবে যোগ দেন এবং 2013 সালে কোম্পানি তাঁকে 544 কোটি টাকা বোনাস অফার করে ।